Birbhum: মদ খেয়ে থানায় তাণ্ডব! পুলিস কর্মীদের বেধড়ক মার, আঙুল ভেঙে দিল খোদ ওসি...

West Bengal Police: বিয়ের ছুটিতে মুর্শিদাবাদের লালবাগে নিজের বাড়িতে ছিলেন আশরাফুল। সেখানেই এমন কাণ্ড ঘটালেন তিনি। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন আশরাফুল...

Updated By: Feb 19, 2025, 04:28 PM IST
Birbhum: মদ খেয়ে থানায় তাণ্ডব! পুলিস কর্মীদের বেধড়ক মার, আঙুল ভেঙে দিল খোদ ওসি...
ফাইল ছবি

প্রসেনজিত্‍ মালাকার: পুলিস হয়েও পুলিসের গলা টিপলেন ওসি! মারধর, হাসপাতাল ভাঙচুরে সাসপেন্ড আশরাফুল। নিজেই পুলিসের উচ্চপদস্থ কর্মকর্তা, অথচ পুলিসের ওপরেই হামলা! বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখকে সাসপেন্ড করা হচ্ছে পুলিসের গায়ে হাত তোলার অভিযোগে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক-নার্সদের হেনস্তার অভিযোগে তাঁকে এবং পরিবারের ছয়জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিস।

আরও পড়ুন, Bardhaman Shocker: যুবকের গায়ে অ্য়াসিড ছুড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ....

সূত্রের খবর, সম্প্রতি বিয়ের ছুটিতে মুর্শিদাবাদের লালবাগে নিজের বাড়িতে ছিলেন আশরাফুল। মঙ্গলবার রাতে অসুস্থ মাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন আশরাফুল এবং ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে লালগোলা থানার ওসি অতনু হালদার, এসআই কল্যাণ সিংহ রায়সহ দুই সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর চড়াও হন আশরাফুল ও তাঁর পরিবারের সদস্যরা।

অভিযোগ, ওসি অতনু হালদারের গলা চেপে ধরেন আশরাফুল। এসআই কল্যাণ সিংহ রায়ের আঙুল ভেঙে দেওয়া হয় এবং দুই সিভিক ভলান্টিয়ারকে বাঁশ দিয়ে মারধর করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিস সুপার আমনদীপ। জানা যায়, এর আগেও কীর্ণাহার থানার ওসি থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফের গুরুতর অপরাধে জড়িয়ে গেলেন আশরাফুল শেখ।

আরও পড়ুন, School Student Death: চন্দননগরের 'খুনি' বন্ধু! স্কুলেই ঘুষি খেয়ে মৃত্যু ক্লাস টেনের অভিনবের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.