Jal Jeevan Mission: খেটেও হাতে মিলছে না মজুরি, বাড়িতে আর পৌঁছবে না পানীয় জল!

Jal Jeevan Mission: পশ্চিম বর্ধমান জেলায় বন্ধের মুখে জল মিশনের প্রকল্পের কাজ....

Updated By: Feb 19, 2025, 07:32 PM IST
Jal Jeevan Mission: খেটেও হাতে মিলছে না মজুরি, বাড়িতে আর পৌঁছবে না পানীয় জল!

বাসুদেব চট্টোপাধ্যায়:  অগাস্ট মাস থেকে টাকা বকেয়া। ঠিকাদাররা টাকা পাচ্ছেন না। ফলে বেতন বন্ধ ঠিকাদারদের অধীনে কর্মরত শ্রমিকদেরও। স্রেফ কাজ বন্ধ করাই নয়, বেতনের দাবিতে এবার আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন ঠিকাদারের অধীনে কর্মরত শ্রমিকরা। ফলে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে যেমন জল মিশনের কাজ থমকে যাবে, তেমনি  প্রত্যেকদিন গ্রামে গ্রামে পানীয় জলও আর পৌঁছবে না।

আরও পড়ুন:  School Student Death: চন্দননগরের 'খুনি' বন্ধু! স্কুলেই ঘুষি খেয়ে মৃত্যু ক্লাস টেনের অভিনবের...

পশ্চিম বর্ধমান জেলায় পানীয় জলের সংকট মেটাতে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে। জেলার বিভিন্ন প্রান্তে একযোগে এই প্রকল্পের কাজ করছেন ঠিকাদারারা। কিন্তু সেই কাজ কি এবার বন্ধ হয়ে যাবে? রাজ্য সরকারের  পি এইচ ই ঠিকাদার দের পক্ষ  মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের দাবি, অগাস্ট মাস থেকে তাঁরা কোনও টাকা পাচ্ছেন না। পরিস্থিতি এমনই যে, অবিলম্বে যদি টাকা দেওয়া না হয়, তাহলে আর কোনওভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। 

এদিকে ঠিকাদারদের অধীনে কাজ করেন শ্রমিকরা। স্বাভাবিক কারণেই তাঁদেরও বেতন বন্ধ। আজ, বুধবার বেতনের দাবিতে আসানসোলের ইসমাইলে পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখান তাঁরা। শ্রমিকদের দাবি, অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার কুন্ডু বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Bardhaman Shocker: যুবকের গায়ে অ্য়াসিড ছুড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.