Cyber Crime | Social Media : সাবধান! না জেনেশুনে ফেসবুকে এসব পোস্ট করলে যেতে পারেন জেলে...

Cyber Crime | Social Media |  যত দিন যাচ্ছে, ফেসবুকে মানুষ অর্থহীন, অশ্লীল, নিম্নরুচির ছবি, ভিডিও, রিলস এমনকি লাইভ করে দিচ্ছে। বেডরুম থেকে ড্রয়িং রুম ব্যক্তিগত সব মুহুর্ত এখন প্রকাশ্যে। এক অর্থে যা জীবন, তাই যাপন হয়ে উঠছে। যাপনের উত্‍সবে মেতে উঠেছে সকলে।

Updated By: Feb 20, 2025, 03:56 PM IST
Cyber Crime | Social Media : সাবধান! না জেনেশুনে ফেসবুকে এসব পোস্ট করলে যেতে পারেন জেলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। রেস্তরাঁয় খাওয়া থেকে মহাকুম্ভে স্নান, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক, বাড়ির পুজো পার্বণ থেকে অন্তরঙ্গ নানা মুহূর্তই পোস্ট করা হয়। যত দিন যাচ্ছে, ফেসবুকে মানুষ অর্থহীন, অশ্লীল, নিম্নরুচির ছবি, ভিডিও, রিলস এমনকি লাইভ করে দিচ্ছে। বেডরুম থেকে ড্রয়িং রুম ব্যক্তিগত সব মুহুর্ত এখন প্রকাশ্যে। এক অর্থে যা জীবন, তাই যাপন হয়ে উঠছে। যাপনের উত্‍সবে মেতে উঠেছে সকলে। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!

আরও পড়ুন : Apple iPhone SE 4 Launch Today: আজ রাতেই জন্ম, দাম-ফিচারে হাতের মুঠোয় সস্তার আইফোন! এখনই কাঁপছে বাজার... 

হ্যাঁ। ঠিকই পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করার ফলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে। যেমন আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট। জাতীয় বা সাম্প্রদায়িক অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ধর্মীয় উপাসনা বা কটূক্তি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়ো তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ধরনের পোস্ট শেয়ার করা ও কোনো ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

মানহানিকর পোস্ট : যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা সাইবার অপরাধ। যেমন- কারও বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা, কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা, যা ডিজিটাল নিরাপত্তা আইনে পড়ে,তাতে জেল ও জরিমানা হতে পারে।

আরও পড়ুন : Chennai to Kolkata in E-Flying Boat: পোহাতে হবে না ট্রেন-প্লেনের ঝক্কি, হাওয়ানৌকায় উড়বেন সমুদ্রে! মাত্র ৩ ঘণ্টায় প্রায় ২০০০ কিমি রাস্তা...

প্রতারণা ও সাইবার অপরাধ : ভুয়ো লটারি, অফার, বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার নিয়ম রয়েছে। ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা : এই উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়ো সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়ো তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো একেবারেই উচিত নয়। তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়া অবশ্যই জরুরি।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.