Mohammed Shami | IND vs BAN | ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বরেকর্ড শামির! ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে...
Mohammed Shami World Record: চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনেই শামির বিশ্বরেকর্ড! ইতিহাস লিখলেন বাইশ গজে...
![Mohammed Shami | IND vs BAN | ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বরেকর্ড শামির! ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে... Mohammed Shami | IND vs BAN | ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বরেকর্ড শামির! ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/20/522840-mohammed-shami.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারতের অভিযান শুরু হল পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN, ICC Champions Trophy 2025)। আজ, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে নাজমুল হোসেন শান্তরা ২২৮ রান তুলেছে। আর এই ম্যাচে বল হাতে আগুন জ্বাললেন মহম্মদ শামি (Mohammed Shami)। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে শামি করলেন বিশ্বরেকর্ড।
২০২৩ ওডিআই বিশ্বকাপে ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফের এক আইসিসি-র ওডিআই ইভেন্ট শুরু করলেন শামি। দুবাইয়ে শামি দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। ১০৪ ম্যাচে ৫১২৬ বল করে শামির ঝুলিতে এল ২০০ একদিনের আন্তর্জাতিক উইকেট। এর আগে এই নজির ছিল অজি পেসার মিচেল স্টার্কের। তিন ১০২ ম্যাচে ৫২৪০ বল করে নিয়েছিলেন ২০০ ওডিআই উইকেট। ১১৪ বল কম করে শামি এই মাইলস্টোন স্পর্শ করলেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে নাম জুড়ল শামির...
আরও পড়ুন: রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন, অথচ ফাঁকা স্টেডিয়াম! মোদীর প্রশ্নই সমর্থকদেরও
দ্রুততম ২০০ ওডিআই উইকেটশিকারি:
মহম্মদ শামি - ৫১২৬ বল - ১০৪ ম্যাচ
মিচেল স্টার্ক - ৫২৪০ বল - ১০২ ম্যাচ
সাকলিন মুশতাক - ৫৪৫১ বল - ১০৪ ম্যাচ
ব্রেট লি - ৫৬৪০ বল - ১১২ ম্যাচ
ট্রেন্ট বোল্ট - ৫৭৮৩ বল - ১০৭ ম্যাচ
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে নতুন বল হাতে, ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন শামি। শুরুতে সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজের উইকেট তুলে নেন। তৌহিদ হৃদয়, জাকের আলি ও তাসকিন আহমেদও হন শামির শিকার। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের পর গোড়ালির চোটে শামি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত করেছিল সেরে ওঠার সময়ে আচমকাই ফের চোট। তবে যাবতীয় প্রতিকূলতার বোল্ডার সরিয়ে, বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেই শামি নিজেকে প্রমাণ করে ফের দেশের জার্সিতে খেলছেন। শামি আইসিসি ওডিআই টুর্নামেন্টে এখন ভারতের সর্বাধিক উইকেটশিকারি হলেন। তাঁর ঝুলিতে এল ৬০ উইকেট। শামি টপকে গেলেন জাহির খানকে (৫৯)
আরও পড়ুন: হা হতোস্মি হ্যাটট্রিক! রোহিতের ভুলে অধরা অক্ষরের ইতিহাস, কপাল চাপড়াচ্ছে টিম...
এদিন ৯ ওভারের ভিতর ৩৫ রানে টাইগারদের ৫ উইকেট চলে যায়। সেখান থেকে দুরন্ত ফাইট করে টাইগাররা ২০০ প্লাস স্কোর করেছে। ব্যাট হাতে তৌহিদ হৃদয় (১১৮ বলে ১০০) ও জাকের আলি (১১৪ বলে ৬৮) না দাঁড়াতে পারলে বাংলাদেশের অবস্থা রীতিমতো শোচনীয় হত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)