Vicky Kaushal | Alia Bhat | Chhaava : এই তুমি কী গো!', ঘরে রণবীর তাও অন্ধকার হলে ভিকিকে দেখেই আলিয়া...

Vicky Kaushal | Alia Bhat | Chhaava : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ছবি দেখে স্তম্ভিত। এই সিনেমার দেখার পর ঘোর যেন কাটছেই না তাঁর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন আলিয়া। ভিকি কৌশল এর অভিনয়ে বাকরুদ্ধ আলিয়া।

Updated By: Feb 20, 2025, 12:57 PM IST
Vicky Kaushal | Alia Bhat | Chhaava : এই তুমি কী গো!', ঘরে রণবীর তাও অন্ধকার হলে ভিকিকে দেখেই আলিয়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ছত্রপতি শিবাজীর জন্মদিনের প্রাক্কালেই ছবি রিলিজ হয়েছে 'ছাওয়া'। ছত্রপতির পুত্র শম্ভাজিকে নিয়ে মূলত এই ছবি। বক্স অফিসের সমস্ত রেকর্ড ব্রেক করে ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা,  সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে। শুধু সাধারণ দর্শকই নন, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ছবি দেখে স্তম্ভিত। এই সিনেমার দেখার পর ঘোর যেন কাটছেই না তাঁর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন আলিয়া। ভিকি কৌশল এর অভিনয়ে বাকরুদ্ধ আলিয়া। আলিয়া মজার ছলে লিখেছেন "ভিকি কৌশল এ তুমি কি করেছ? আমি তোমার ঘোর থেকে বেরোতে পারছি না।' 

আরও পড়ুন :  ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল !

'ছাওয়া' এখন পর্যন্ত ভিকির অন্যতম সেরা পারফরম্যান্স নিঃসন্দেহে। ভবিষ্যতে এই ছবি অ্যাওয়ার্ড পেলেও অবাক হবেন না দর্শকেরা। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে 'ভিকি কৌশল' ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন 'অক্ষয় খান্না'। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডায়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ।'ছাওয়া' চারদিনে শুধু ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি টাকা। বিদেশে আয় করেছে ২৭ কোটি টাকা। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি টাকা। কলাকুশলী থেকে প্রযোজক-পরিচালক সকলেই উচ্ছ্বসিত এই সাফল্যে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

আরও পড়ুন : ছোট পরিসরে বড় আয়োজন, নজরে 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' !

এর আগে ভিকি কৌশল এবং আলিয়া ভাট ২০১৮ সালে 'রাজি' ছবিটি করেন। বক্স অফিসে এই ছবি সাড়া ফেলেছিল। এরপর সঞ্জয় লীলা বনশালীর 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ও ভিকি একসঙ্গে। এ ছবিতে রণবীর কাপুর ও রয়েছেন মুখ্য চরিত্রে। আলিয়ার হাতেও এরপর রয়েছে পরপর ছবি। সামনের খ্রিসমাসে 'আলফা।' এ ছবিতে হৃত্বিক রোশন কেউ দেখা যাবে একটি ক্যামিও রোলে। উল্লেখ্য যশরাজ ফিল্মসের ব্যানারে এটি প্রথম মহিলা কেন্দ্রিক ছবি।

.