School Student Death: চন্দননগরের 'খুনি' বন্ধু! স্কুলেই ঘুষি খেয়ে মৃত্যু ক্লাস টেনের অভিনবের...

Champdani School Incident: কী ভয়ংকর! স্কুলে পড়ুয়াদের মধ্যে তুমুল মারামারি। তারই মাঝে এক বন্ধু বুকে ঘুসি মারে ১৫ বছরের অভিনবের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Updated By: Feb 19, 2025, 04:06 PM IST
School Student Death: চন্দননগরের 'খুনি' বন্ধু! স্কুলেই ঘুষি খেয়ে মৃত্যু ক্লাস টেনের অভিনবের...
প্রতীকী ছবি

বিধান সরকার: চাঁপদানিতে সহপাঠীর মারে মৃত্যু হল ছাত্রের। মৃতের নাম অভিনব জালান(১৫)। চাঁপদানী আর্য বিদ্যাপিঠ স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

জানা গিয়েছে, স্কুলে ক্লাস চলছিল। দুপুর ১টা নাগাদ দশম শ্রেণির সহপাঠীদের মধ্যে মারামারি হয়। অভিনবকে বুকে ঘুসি মারে এক সহপাঠী। সে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাজির হয় ভদ্রেশ্বর থানার পুলিস।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন। শুনেছেন স্কুলের একই ক্লাসের দুই ছেলের মধ্যে তুমুল মারামারি হয়েছে। চাঁপদানি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ওই স্কুল। এলাকার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা জানান, 'স্কুলের মধ্যে মারামারি হয়েছে একটা ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে। জানতে পেরে আমরা টোটো করে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি।'

আরও পড়ুন:Bardhaman Shocker: যুবকের গায়ে অ্য়াসিড ছুড়ল তরুণী, বাইক থেকে পড়ে যেতেই একের পর এক কাটারির কোপ....

পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি মৃত ছাত্র অভিনব জালানের। সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম শাও বলেন, 'খুবই মর্মান্তিক ঘটনা। ছমাস আগে ওই ছাত্রের দিদি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার এই ছাত্রের মৃত্যু হল। আমরা দোষীর শাস্তি চাই।' মৃত ছাত্রের বাবা গনেশ জালান বলেন, 'শিক্ষকদের সামনে কী করে ছাত্ররা মারামারি করে। স্কুলে কোনও পড়াশোনা হয়না। আমার ছেলের মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি চাই।' ঘটনায় ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে স্কুল চত্বরে পৌঁছেছে চন্দননগর থানার পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.