Emiliano Martinez In Kolkata: মেসির আদরের দিবু আসছেন তিলোত্তমায়! শহরের আর্জেন্টাইন ফ্যানরা জানেন তো?
Emiliano Martinez in Kolkata: ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। ‘বাজপাখি’ নামে পরিচিত আর্জেন্টাইন গোলকিপার, ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হিরো হয়ে যান। এরপর নানা কাণ্ড ঘটিয়ে বিতর্কিতও হয়েছেন তিনি। গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ―সবই করেছেন। সেই মার্টিনেজ এবার আসছেন কলকাতায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছর পর আর্জেন্টিনা (Argentina) বিশ্বকাপ জিতেছে (FIFA World Cup 2022)। ১৯৭৮, ১৯৮৬-র পর ২০২২। নীল-সাদা 'লা আলবিসেলেস্তে'দের জার্সিতে জুড়েছে তিনটি তারা। লিওনেল মেসির ভুবনজয়ী দলের (Lionel Messi) অন্যতম যোদ্ধা ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। মেসি যাঁকে ভালোবেসে দিবু বলে ডাকেন। কাতারে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনায় নায়কের হাতে উঠেছে সোনালি দস্তানা। সেই এমি মার্টিনেজ এবার আসছেন খোদ কলকাতায়। ফুটবলপাগল শহর দেখতে চলেছে আরও এক বিশ্বকাপ জয়ীকে। সব ঠিক থাকলে মে কিংবা জুন মাসে কলকাতায় আসতে পারেন মার্টিনেজ। আর এই বিশ্বকাপ জয়ীকে তিলোত্তমায় আনছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত (Satadru Dutta)। গত নভেম্বরেই শতদ্রু কলকাতায় এনেছিলেন দু'বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কাফুকে (Cafu)। কলকাতা পেলে (Pele), মারাদোনা (Diego Maradona) ও মেসি ম্যাজিক দেখেছে। এবার দিবু।
মার্টিনেজকে কলকাতায় আনার প্রসঙ্গে শতদ্রু জি ২৪ ঘণ্টাকে ফোনে বলেন, 'মার্টিনেজ শুধু বিশ্বকাপ চ্যাম্পিয়ন গোলকিপার নন, একটা ক্যারিজম্য়াটিক চরিত্রও। আমি মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছি। এমি দুর্দান্ত সব বল সেভ করেছেন। আমি কলকাতার আর্জেন্টাইন ফ্যানদের একটু খুশি করার চেষ্টা করছি। কলকাতা বলতেই ব্রাজিল ও আর্জেন্টিনার ফ্যান। মার্টিনেজ ইপিএল খেলেন। মে কিংবা জুনে অফসিজন থাকে, ওই উইন্ডোতেই ওকে আনার চেষ্টা করছি। সব ঠিক থাকলে তিলোত্তমাকে আরও একজন বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়নকে দেখাতে পারব।' মার্টিনেজ বিশ্বকাপ জিতেও কিন্তু বিস্তর বিতর্কে জড়িয়ে ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে মেসির চেয়ে কোনও অংশে কম ভূমিকা নেই মার্টিনেজের। টুর্নামেন্টের সেরা গোলকিপার হওয়ার জন্যই তাঁর হাতে উঠেছিল গোল্ডেন গ্লাভস। দুরন্ত মেজাজে অবধারিত সব গোল রুখে, ট্যাঙ্গো নাচ করে গ্যালারি মাতিয়েছেন মার্টিনেজ। সেই মার্টিনেজ তীব্র বিতর্কে জড়ান পুরস্কার মঞ্চে। তিনি গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে অত্যন্ত অশালীন ভঙ্গি করেছিলেন ক্যামেরার দিকে তাকিয়ে!? মার্টিনেজ এক রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন, 'ফরাসিরা আমাকে টিটকিরি দিয়েছিল। তাই আমি ওই অঙ্গভঙ্গি করেছিলাম। আমার কাছে অহংকারের কোনও জায়গা নেই। আমরা অনেক সহ্য করেছি।' বিশ্বকাপের আগে ও পরে মার্টিনেজ ও কিলিয়াম এমবাপের ডুয়েলও ছিল আলোচনায়।
আরও পড়ুন: Emiliano Martinez: বাঁ পায়ে বিশ্বকাপের ট্যাটু, ফের শিরোনামে এমি মার্টিনেজ
বিশ্বকাপ জিতে দেশে ফিরে মেসিরা, বুয়েনোস আইরেসের রাস্তায় হুড খোলা বাসে চেপে ট্রফি নিয়ে ভিকট্রি প্যারেড করেছিলেন। ওই সেলিব্রেশনের মাঝেই মার্টিনেজ একটি ছোট্ট পুতুল জোগাড় করে নেন। সেই পুতুলের মুখে এমবাপের মুখের মুখোশ পরিয়ে দেন তিনি। ফাইনালে নামার আগে এমবাপে বলেছিলেন, 'ইউরোপে আমরা অ্যাডভান্টেজ পাই। এখানে সবসময় উচ্চ পর্যায়ের ম্যাচ খেলা হয়। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি ন্যাশনস লিগ। যখন আমরা বিশ্বকাপ খেলতে নামি, তখন আমরা তৈরি থাকি। দেখতে গেলে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা এই পর্যায়ে খেলে না। ওখানকার ফুটবল ইউরোপের মতো এগিয়ে নেই। সে জন্যই বিগত বিশ্বকাপগুলি ইউরোপের দলগুলোই জিতছে।' সাংবাদিক বৈঠকে এমি পাল্টা দিয়ে বলেছিলেন, 'এমপবাপে ফুটবলের ব্যাপারে বেশি কিছু জানে না। ও জীবনে দক্ষিণ আমেরিকায় খেলেনি। ওর যখন খেলার অভিজ্ঞতাই নেই, তখন ওর মুখ বন্ধ রাখাই ভালো। কিন্তু ওর কথায় কিছু যায় আসে না। আমরা দারুণ দল। এভাবেই পরিচিতি পেয়েছি।' যদিও ম্যাচের পর এমবাপেকে সান্ত্বনা জানাতে ছুটে এসেছিলেন মার্টিনেজ। তাঁকে আদরে ভরিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার। টেনে তোলেন হাত ধরে।