VICKY KAUSHAL | RASHMIKA MANDANA | Chhaava: ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল!
CHAVA BOX OFFICE : লার্জার দ্যান লাইফ দেশপ্রেম এখন ইন। সর্ষেক্ষেতের রোম্যান্স ক্রমশ রিংয়ের বাইরে। উরিই হোক বা RRR- দেশের সিনেমাগ্রাফকে মাপছে বীরত্বের একই স্কেলে। যে ম্যাপে সাম্প্রতিক আলোকবিন্দু 'ছাওয়া'
![VICKY KAUSHAL | RASHMIKA MANDANA | Chhaava: ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল! VICKY KAUSHAL | RASHMIKA MANDANA | Chhaava: ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/18/522330-chava.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকদিন ধরেই লাইমলাইটে নেই মেয়েদের হার্টথ্রব ভিকি কৌশল। ক্যাটসুন্দরীর প্রেমে মজে বিয়ের পর কাপল গোলের ফোটোই আসে বেশি পেজ থ্রিতে। তবে এর আগে ভিকি জানিয়েছিলেন তিনি ছবি বেছে করবেন। কিন্তু তা বললে কী হয়? দর্শকদের চাহিদা তো 'উরি' খ্যাত অভিনেতার কাছে অপরিসীম। ডান্কি, রাজি, উধম সিং এর অভিনেতা তাঁর অভিনয়গুণ
অনেকদিন ধরেই লাইমলাইটে নেই মেয়েদের হার্টথ্রব ভিকি কৌশল। ক্যাট সুন্দরীর প্রেমে মজে বিয়ের পর কাপল গোলের ফটোই আসে বেশি পেজ থ্রিতে। তবে এর আগে ভিকি জানিয়েছিলেন তিনি ছবি বেছে করবেন। কিন্তু তা বললে কি হয়? দর্শকদের চাহিদা তো 'উড়ি' খ্যাত অভিনেতার কাছে অপরিসীম। ডান্কি, রাজি, উধম সিঁং এর অভিনেতা তাঁর অভিনয়গুণে ঢেউ তুলেছে দর্শকের মনে। আর এবার বড় পর্দায় এসেছে তার নতুন ছবি 'ছাওয়া'। সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী পুষ্পাখ্যাত রশ্মিকা মন্দনা। এটি তাঁর চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। লক্ষ্মণ উতেকার নির্মিত এই সিনেমা গত ১৪ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
আরও পড়ুন: 'চেহারার কাটিংয়ে ১ নম্বরে রশ্মিকা', বদলের বাংলাদেশে ধর্মগুরুর ..
মুক্তির আগেই বিতর্কে জড়ায় 'ছাওয়া'। বাধ্য হয়েই আপত্তি ওঠা গানটি সিনেমা থেকে বাদ দেন নির্মাতারা। রিলিজের আগেই আলোচনায় এই ছবি। মুক্তির পর দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তা হলে বক্স অফিসে কেমন সাড়া ফেলেছে রশ্মিকা-ভিকির এই সিনেমা? তথ্য অনুসারে, 'ছাওয়া' চারদিনে শুধু দেশে আয় করেছে ১৬৮.৬ কোটি টাকা। বিদেশে আয় করেছে ২৭ কোটি টাকা। বিশ্বব্যাপী সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি টাকা।
'ছাওয়া'র গল্প শিবাজির পুত্র ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে 'ভিকি কৌশল' ও মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন 'অক্ষয় খান্না'। শম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডায়না পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা বানাতে খরচ হয়েছে ১৪০ কোটি টাকা।
আরও পড়ুন: 'চেহারার কাটিংয়ে ১ নম্বরে রশ্মিকা', বদলের বাংলাদেশে ধর্মগুরুর ..
ঢেউ তুলেছে দর্শকের মনে। আর এবার বড় পর্দায় এসেছে তার নতুন ছবি 'ছাওয়া'। সঙ্গে জুটি বেঁধেছে দক্ষিণী অভিনেত্রী পুষ্পা খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা। অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা 'ছাওয়া'। লক্ষ্মণ উতেকার নির্মিত এই সিনেমা গত ১৪ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
মুক্তির আগেই বিতর্কে জড়ায় 'ছাওয়া'। বাধ্য হয়েই আপত্তি ওঠা গানটি সিনেমা থেকে বাদ দেন নির্মাতারা। এই নিয়ে প্রেক্ষাগৃহে দেখানোর আগেই আলোচনায় এই ছবি। মুক্তির পর দর্শক সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তা হলে বক্স অফিসে কেমন সাড়া ফেলেছে রশ্মিকা-ভিকির এই সিনেমা? তথ্য অনুসারে, 'ছাওয়া' চারদিনে শুধু ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি টাকা। বিদেশে আয় করেছে ২৭ কোটি টাকা। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি টাকা।
'ছাওয়া'র গল্প শিবাজির পুত্র ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে 'ভিকি কৌশল' ও সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে 'অক্ষয় খান্না'। শম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডায়না পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমায় খরচ হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা।