West Bengal Weather Update: বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে? শীতবিদায়ের লগ্নে আবহাওয়ার মুখ কেন এমন ঝাপসা?

West Bengal weather Today: এসে গেল বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। কী জানা গেল? বুধবার এবং আগামীকাল, বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে তুষারপাতও।

Updated By: Feb 12, 2025, 06:29 PM IST
West Bengal Weather Update: বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে? শীতবিদায়ের লগ্নে আবহাওয়ার মুখ কেন এমন ঝাপসা?

সন্দীপ প্রামাণিক: এসে গেল বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা  সোমনাথ দত্ত। কী জানালেন তিনি?

আরও পড়ুন: Crime Against Humanity: গণঅভ্যুত্থানে ১৪০০-রও বেশি হত্যা! বিক্ষুব্ধদের 'খুন' ও তাঁদের লাশ গুমের নির্দেশ হাসিনারই ছিল? রাষ্ট্রসংঘ...

তাঁর যা বক্তব্য, তা থেকে জানা গেল, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা শুষ্ক থাকার সম্ভাবনা। কালিম্পং আর দার্জিলিঙে আজ, বুধবার এবং আগামীকাল, বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকবে তুষারপাত। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও-কোথাও ২০০ মিটারেরও নীচে থাকার সম্ভাবনা রয়েছে। 

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে পরদিন ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন, দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Baba Vanga Predictions: 'বাবা' মানে 'মা'? ২০২৫-য়ে ভয়ংকর কীসের সূচনা? পৃথিবী ধ্বংসের দিন-তারিখ মিলিয়ে দিয়েছেন বাবা ভাঙ্গা...

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রায় কোনও বড় ধরনের পরিবর্তন নেই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.