West Bengal Budget 2025: বাজেটে ৪ থেকে ৬ শতাংশ হারে ডিএ বৃদ্ধি! বড় ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মচারীরা..

West Bengal Budget 2025:  ছব্বিশে বিধানসভা ভোটে আগে আজ, বুধবার শেষ পূর্ণা্ঙ্গ বাজেট পেশ।

Updated By: Feb 12, 2025, 04:07 PM IST
West Bengal Budget 2025: বাজেটে ৪ থেকে ৬ শতাংশ হারে ডিএ বৃদ্ধি! বড় ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মচারীরা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট।  সপ্তম পে কমিশনের হিসেবে ডিএ কি বাড়বে? রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশেরই নজর থাকবে বাজেটে। আজ, বুধবার পেশ হতে চলেছে ভোটের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। 

আরও পড়ুন:  West Bengal Budget 2025: লক্ষ্মীর ভাণ্ডার-ডিএ নিয়ে বড় ঘোষণা! রাজ্য বাজেটে আজ নজর থাকবে এইসব বিষয়ে

অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন যখন বাড়তে চলেছে ১০ থেকে ৩০ শতাংশ হারে, তখন সপ্তম পে কমিশনের হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে। প্রায় এক দশক পার।  ২০১৫ সালের নভেম্বরে রাজ্যে ষষ্ঠ পে কমিশনের ঘোষণা হয়েছিল। সপ্তম পে কমিশন কবে লাগু হবে? এখনও পর্যন্ত কোনও খবর নেই। 

এদিকে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। সেক্ষেত্রে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল চারটে নাগাদ বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ফলে বাজেটে যদি শেষপর্যন্ত বাজেটে ৪ থেকে ৬ শতাংশ ডিএ ঘোষণাও করা হয়, তাতে কোনওভাবেই খুশি হবেন সাধারণ সরকারি কর্মচারীরা। কেন? রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশেরই দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ব্যবধান কমাতে ৩৯ শতাংশ হারে ডিএ ঘোষণা করা হোক। এখন ১৪ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ পরিমাণ ৫৩ শতাংশ।

সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ বলেন, 'এই সরকার আমাদের প্রাপ্য ডিএ দেয় না। কাজেই ডিএ নিয়ে বড় কোনও সুখবর আমরা আশা করছি না। আর পে কমিশন? প্রায় সব রাজ্যে কেন্দ্রের পে কমিশনই লাগু আছে। এ রাজ্যে নেই। আমাদের দাবি, কেন্দ্রের পে কমিশন এ রাজ্যেও কার্যকরী হোক'।

আরও পড়ুন:  JEE Main Results 2025: জয়েন্টে ঝুলিতে ৯৯.৯৯৯২১! উচ্চমাধ্যমিক দেওয়ার আগেই ব়্যাঙ্কে রাজ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.