Malbazar: রাতের অন্ধকারে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৫ বাড়ি...
Malbazar: ঘর গুঁড়িয়ে দিল গজরাজ। সাবাড় করল ঘরে মজুত খাদ্যদ্রব্য, নষ্ট করল বাসনপত্র, ভাঙল আসবাব। হাতি যখন এই তাণ্ডব চালাচ্ছে সেই অবসরে বাড়ির লোকজন পালিয়ে কোনও ক্রমে প্রাণে বাঁচলেন।
![Malbazar: রাতের অন্ধকারে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৫ বাড়ি... Malbazar: রাতের অন্ধকারে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৫ বাড়ি...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/06/432327-ele-pic.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাদ্যের লোভে জনবসতি এলাকায় হামলা চালিয়ে ৫টি ঘর গুঁড়িয়ে দিল গজরাজ। সাবাড় করল ঘরে মজুত খাদ্যদ্রব্য। নষ্ট করল বাসনপত্র-সহ আসবাব। হাতি যখন তাণ্ডব চালাচ্ছে তখন বাড়ির লোকজন পালিয়ে কোনও ক্রমে প্রাণে বাঁচেন। শনিবার রাত্রে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মঙ্গলবারি বস্তি এলাকায়।
আরও পড়ুন: Malbazar: মালবাজারের চা-বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার...
ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন। জানা যায়, শনিবার রাত প্রায় এক টা নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে দুটি হাতি বেরিয়ে আসে ওই এলাকায়। ওই সময় সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হাতি দুটি হামলা চালিয়ে পরপর মহাদেব ওঁরাও, প্রমীলা রায় এবং কলিন রায়ের ঘর গুঁড়িয়ে দেয়। ঘরের দেওয়াল ভেঙে নষ্ট করে খাদ্যদ্রব্য-সহ অন্যান্য আনাজপাতি।
ভোর রাত নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতি দুটি ফের জঙ্গলে চলে যায়। এলাকায় লাগাতার হাতির হানায় রীতিমতো আতঙ্কিত জনগণ। এর আগেও মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির থানায় মৃত্যু-সহ বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল। বন দফতরের সূত্রে জানা যায়, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি রাতে টহলদারি বাড়ানো হবে।
আরও পড়ুন: রাঢ়ের রহস্য! জৈন মহাবীরের পুরুলিয়ায় হঠাৎই বুদ্ধদেবের আবির্ভাব...
এদিকে মালবাজার শহর-সংলগ্ন টুনবাড়ি চা-বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার করল মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। এতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ওই চা-বাগান এলাকায়। আজ, রবিবার সকালে চা-বাগানের বাসিন্দারা চা-বাগানের পাশ দিয়ে যাবার সময়েই দুর্গন্ধ পান। এরপর চা-বাগানের ১১/১২ সেকশনের মধ্যবর্তী এলাকায় একটি চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। দেহটিতে পচন ধরেছিল বলে দুর্গন্ধ বের হচ্ছিল। খবর জানাজানি হতেই চিতাবাঘের দেহ দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে মৃত চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক।