TMC: সাতাশের মেগা বৈঠকে মন-মাথার পুষ্টির জন্য 'দিদির' বার্তা, শরীরের জন্য ডিম-ভাত!

TMC: আগামিকাল, বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাসকদলের মেগা বৈঠক। 

Updated By: Feb 26, 2025, 10:52 PM IST
TMC: সাতাশের মেগা বৈঠকে মন-মাথার পুষ্টির জন্য 'দিদির' বার্তা, শরীরের জন্য ডিম-ভাত!

শ্রেয়সী  গঙ্গোপাধ্যায়: রাত পোহালেই তৃণমূলের মেগা বৈঠক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মীরা আসবেন কলকাতায়। তাঁদের জন্য থাকছে খাওয়াদাওয়ার ব্য়বস্থা। মেনু কী? জিরা রাইস আর ডিম ভাত।  সঙ্গে অবশ্যই মিষ্টি। 

আরও পড়ুন: BJP: বাংলার ৩২ বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের! তালিকায় নাম...

আজ, মঙ্গবার দিনভর তৃণমূল ভবন থেকে প্রায় সাড়ে বার হাজার কার্ড বিলি করা হল। বিভিন্ন জেলায় দলের সভাপতি, সাংসদ ও বিধায়ক সেই কার্ড নিয়ে গেলেন। তৃণমূল সূত্রে খবর, এর আগে বেশ কয়েকবার দেখা দিয়েছে, যাঁরা আমন্ত্রিত নন, তাঁরা চলে আসেন সভায়। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেখানে জায়ান্ট স্ক্রিনে দলনেত্রীর ভাষণ শুনতে পাবেন তৃণমূল কর্মীরা। দু'ধরনের কার্ড থাকছে। একটি যাঁরা মূল মঞ্চের কাছে মাটিতে বসবেন, তাঁদের জন্য আর একটি গ্যালারিতে বসার জন্য।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কোন পথে তৃণমূল? আগামিকাল, বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাসকদলের মেগা বৈঠক। কার থাকবেন বৈঠক? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সঙ্গে রাজ্যের সব নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর এমনকী পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও। এছাড়াও আমন্ত্রিত প্রায় ১৫ হাজার প্রতিনিধি। 

আরও পড়ুন: Primary Teacher Recruitment scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিটে 'জনৈক' অভিষেক ব্যানার্জির নাম! আইনজীবীর পালটা দাবি...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.