WATCH | Wasim Akram On Pakistan: 'এত কলা বাঁদরেও খায় না'! ভাইরাল ওয়াসিম আক্রম, ভুলেও মিস করবেন না ভিডিয়ো...

 Wasim Akram On Pakistan: পাকিস্তানকে ধুয়ে দিলেন ওয়াসিম আক্রম, বাঁদরের সঙ্গেই টানলেন তুলনা!

Updated By: Feb 27, 2025, 08:32 PM IST
WATCH | Wasim Akram On Pakistan: 'এত কলা বাঁদরেও খায় না'! ভাইরাল ওয়াসিম আক্রম, ভুলেও মিস করবেন না ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ( Champions Trophy 2025), গত ২৩ ফেব্রুয়ারি 'মাদার অফ অল ব্যাটল'-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। নখ-দাঁতহীন পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন সেই দেশের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)

আরও পড়ুন: EXPLAINED | Rohit Sharma-Shubman Gill | Champions Trophy 2025: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, নকআউটের আগে ছিটকে গেলেন রোহিত-গিল! এল ভয়ংকর আপডেট...

আক্রম 'ড্রেসিং রুম' অনুষ্ঠানে, ইন্দো-পাক মহারণের বিশ্লেষণ করতে চ্যাট শোয়ে হাজির ছিলেন আক্রম। তিনি সেদিন বলেছিলেন, 'আমার মনে হয়, ম্যাচের প্রথম বা দ্বিতীয় ড্রিংকস ব্রেক চলছিল তখন, আর সেই সময়ে খেলোয়াড়দের জন্য কলা ভর্তি একটা প্লেট এল মাঠে। এত কলা তো বাঁদরেও খায় না। আর কলা বাঁদরের খাবার। যদি এটা আমাদের অধিনায়ক ইমরান খান হতেন, তাহলে তিনি আমাকে এর জন্য মারধর করতেন।' আক্রমের এই ভিডিয়ো নেটপাড়ায় এখন ভাইরাল। দেদারে শেয়ার হচ্ছে...

পাকিস্তানের আমূল বদলের পরামর্শই দিয়েছেন আক্রম। তিনি বলেন,'এই মুহূর্তে চূড়ান্ত কড়া পদক্ষেপের প্রয়োজন। আমরা যুগ যুগ ধরে সাদা বলে ক্রিকেট খেলে আসছি। এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দলে নির্ভীক ক্রিকেটার আনতে হবে। তরুণ রক্তের প্রয়োজন। যদি পাঁচ-ছ'টি পরিবর্তন করতেই হয়, তাহলে দয়া করে তা করুক। আগামী ৬ মাস ঠিক এভাবেই হারবে, তাও ঠিক আছে। কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ে তুলতে হবে। যথেষ্ট হয়েছে। তাদের তারকা বানানো হয়েছে। শেষ ৫ ওডিআই-তে পাকিস্তানের বোলাররা ৬০-এর গড়ে ২৪ উইকেট নিয়েছে। অর্থাৎ উইকেট পিছু ৬০ রান। আমাদের গড় ওমান এবং আমেরিকার চেয়েও খারাপ। যে ১৪টি দল ওডিআই খেলছে, তার মধ্যে পাকিস্তানের বোলিং সবচেয়ে খারাপদের তালিকায় দুয়ে।'

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আক্রম পিসিবিকেও ধুয়ে দিয়েছেন। তাঁর সংযোজন, 'চেয়ারম্যান সাহেব, দয়া করে অধিনায়ক, নির্বাচক কমিটি, কোচকে ডেকে জিজ্ঞাসা করুন যে তারা কীরকমের নির্বাচন করেছে। খুশদিল শাহ এবং সালাম আগাকে কি দেখে কখনও মনে হয়েছে যে, ওরা উইকেট নিতে পারে! আমি কয়েক সপ্তাহ ধরে আক্ষরিক অর্থেই চিৎকার করে বলছি যে, এই দলটি ভালো নয়। কিন্তু চেয়ারম্যান বলেছেন যে, তাঁরা সেরা দল তৈরি করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন আগে তাঁরা এক ঘণ্টার জন্য একটি মিটিং করেছিল। কিন্তু সেই দলই রাখা হয়। এমনকী অধিনায়ক রিজওয়ানও দোষী। যে দলের নেতা, যদি সে না জানে যে তার কীরকম ম্যাচ-উইনারের প্রয়োজন, তাহলে আর কিছু বলার নেই। এটা লজ্জাজনক। স্টেডিয়ামে থাকা পাকিস্তানি সমর্থকদের মুখগুলি আপনাদের দেখা উচিত ছিল। পাকিস্তান যখন বল করছিল, তখন ওরা ১৫ ওভার পরে মাঠ ছেড়ে চলে গিয়েছিল।'

আরও পড়ুন:  ওয়াসিম-ওয়াকারকে দিতে হবে ৩৫ কোটি! 'কোর্টে দেখা হবে', বিস্ফোরক বাংলাদেশের কোচ...

পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্টের গুরুদায়িত্বে পিসিবি। যদিও যুগ্ম ভাবে দুবাইও এই ইভেন্ট আয়োজন করছে। কিন্তু পাকিস্তানই ছিটকে গেল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.