Sikandar Teaser | আসছেন 'সিকান্দার' ভাইজান!‌ টিজারেই শুরু ধুন্ধুমার অ্যাডভান্স বুকিং...

Sikandar Teaser | ৩০ মার্চ শোনা যাচ্ছে ছবিটি মুক্তি পেতে পারে। আর তাই আন্তর্জাতিক অগ্রিম বুকিং করা হচ্ছে।  শুধু তাই নয়, এই দিনটি রবিবার হওয়ার কারণে আয়ের দিক থেকেও বড় সুবিধা পেতে পারে ছবিটি।

Updated By: Feb 27, 2025, 08:15 PM IST
Sikandar Teaser | আসছেন 'সিকান্দার' ভাইজান!‌ টিজারেই শুরু ধুন্ধুমার অ্যাডভান্স বুকিং...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি আসছেন! কিন্তু কবে আসছেন কেউ জানেন না। আর তাতেই বুকিং শুরু হয়ে গেছে ভক্তদের। দীর্ঘ প্রতীক্ষার পর, ভক্তদের হৃদয়ে ভালোবাসার ঢেউ তুলতে, বলিউডের মোস্ট 'হ্যান্ডসাম হাঙ্ক'  হাজির। তিনি আর কেউ নন, সলমান খান।  এসেছে তাঁর নতুন ছবি 'সিকান্দার'- এর প্রথম ঝলক ।

সেই চেনা পরিচিত অ্যাকশন অবতারে এবার হাজির হয়েছেন তিনি দক্ষিণী তারকা রশ্মিকা মনদনার সঙ্গে। সঙ্গে রয়েছে প্রতীক বারবার এবং সত্যরাজ। সাজিদ নাজিয়াদওয়ালার প্রযোজনায় এবং এ. আর. মুরুগদসের পরিচালনায়, অ্যাকশন ড্রামা ভরপুর এক বিনোদন নিয়ে আসতে চলেছেন যে ভাইজান, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ছবিটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাবে। 

       Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ইতোমধ্যেই ছবিটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে এর মুক্তির তারিখ বা বুকিং তারিখ সম্পর্কে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সম্ভাব্য মুক্তির তারিখ মনে করা হচ্ছে ৩০ শে মার্চ। সালমান খান সাধারণত, ঈদ বা বড়দিন উপলক্ষেই ছবি রিলিজ করেন। তাই এবারও ঈদের ঠিক আগেই এই ছবি রিলিজ হবে বলে আশা করা যায়। ছবি রিলিজ হচ্ছে এবার রবিবার। 

সলমান খানের শেষ ছবি ছিল 'টাইগার থ্রি' যা ছিল ব্লকবাস্টার হিট। কিছুদিন পরেই সিকান্দরের ট্রেলারটি মুক্তি পেতে পারে। পরিচালক মরুগদাস ন' বছর পরে আবারও একটি হিন্দি ছবি নিয়ে ফিরছেন। তার পরিচালিত শেষ ছবি ছিল ২০১৬ সালে সোনাক্ষী সিনহা অভিনীত 'আকিরা', ২০১৪ সালে অক্ষয় কুমারের 'হলিডে'  এবং ২০০৮ সালে আমির খান অভিনীত 'গজনি।'

আরও পড়ুন: Jisshu-Nilanjana Separation | বিচ্ছেদে পাকা সিলমোহর? নীলাঞ্জনার শরীর থেকে মুছে গেল যীশুর চিহ্ন!

সলমান খানের স্ক্রিন প্রেজে়ন্স নিয়ে বলার কিছু থাকেনা। শেষ পর্যন্ত হলে বসিয়ে রাখার জন্য জমাট চিত্রনাট্য এবং সংলাপ সলমানের প্রথম পছন্দ। টিজারে দেখা যাচ্ছে সালমান খান বলছেন " ইনসাফ নেহি, সাফ কারনে আয়া হুঁ... " অর্থাৎ ক্ষমা নয় দুর্নীতিমুক্ত করতে এসেছি। এই ডায়ালগ থেকে বোঝা যাচ্ছে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ছবিতে তিনি। অপর একটি ডায়লগে বলতে শোনা যাচ্ছে " কায়দে মে রহো, ফায়দে মে রহো, ওয়ারনা শমশান বা কবরস্থান মে রহো.... "। অর্থাৎ দুর্নীতি, নোংরা, চক্রান্ত এই কোনও কিছুই তিনি বরদাস্ত করবেন না। সমাজ সংস্কারের ভূমিকায় আরেকবার জনতাকে 'সবক' শেখাতে আসছেন সলমান। এখন শুধুই অপেক্ষা ভক্তকুলের...

আরও পড়ুন: Govinda Divorce | Explosive Interview | 'আমার কুণ্ডলীতেই দ্বিতীয় বিয়ে আছে, সুনীতার মেনে নেওয়া উচিত!'

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.