Abhishek Banerjee | TMC Mega Meet: 'বেইমান নই, গলা কেটে দিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোথাও যাব না...'

Abhishek Banerjee: বাজারে রটিয়ে দেওয়া, অভিষেক নতুন দল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। বিজেপিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে গুজব বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর নামে এদিন তার জবাব দিলেন অভিষেক। 

Updated By: Feb 27, 2025, 02:28 PM IST
Abhishek Banerjee | TMC Mega Meet: 'বেইমান নই, গলা কেটে দিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোথাও যাব না...'
ফোটো- ফেসবুক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'যতদিন আপনারা আছেন ততদিন বিজেপির এই চক্রান্ত আমরা চূর্ণ বিচূর্ণ করব', এদিন নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক বার্তা দেন অভিষেক বন্দ্যাপোধ্যায়। গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর ছড়িয়েছিল। তিনি নাকি বিজেপিতেও যোগ দিতে পারেন, এমন জল্পনাও সামনে এসেছিল। এদিন সবকিছুর জবাব দিলেন তৃণমূল সেনাপতি। 

আরও পড়ুন, Mamata Banerjee on I-PAC: 'আই প্যাক-এর নামে অপপ্রচার চলছে, ওদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে...'

এদিন অভিষেক বলেন, 'বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমি বেইমান ন‌ই।‌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা কেটে দিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোথাও যাব না। আপনারা দেখেছেন গতকাল ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। ওরা সরাসরি আমার নাম লিখতে ভয় পেয়েছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।'

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে অভিষেকের বার্তা, 'বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো লক্ষ লক্ষ কর্মী তৈরি করতে পারেনি। আপনাদের কাজের মধ্যে যেন শিথিলতা না আসে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুই তৃতীয়াংশ আসন পাবো। তার মানে প্রায় ১৭৫/১৯০ টা আসন। ২০২১ সালে আমরা ২১৫ টা আসন পেয়েছিলাম আর ২০২৬ সালে আমি বলছি আমরা তার থেকেও বেশি আসন পাবো।'

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News  

অভিষেকের স্পষ্ট বক্তব্য, 'আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও দূর্নীতি হয়েছে প্রমাণ দিতে পারলে কোনও চার্জশিট বা কিচ্ছু দিতে হবে না। আমি নিজেই ফাঁসির দড়ি গলায় দেব। অনেকে ভাবছেন এখনও এক বছর বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের।‌ নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে সরকারের জনহিতকর কাজের প্রচার করুন।মানুষের কোথায় কি অসুবিধা, কোথায় জল পাচ্ছে না, কোথায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, সেটা দেখতে হবে। আগামি দিনেও আমরা একসঙ্গে লড়ব। ২১৫ টার থেকে একটাও বেশি হলেও আমরা বেশি আসন পাব।'

আরও পড়ুন, Abhishek Banerjee | TMC Mega Meet: 'দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিল সেই মুকুল-শুভেন্দুকে আমি চিহ্নিত করেছিলাম...'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.