WB Weather Update: একলাফে অনেকটাই বাড়ল তাপমাত্রা! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

Weather Update: অনেকটা তাপমাত্রা বাড়ল কলকাতায়। বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে।

Updated By: Feb 17, 2025, 09:36 AM IST
WB Weather Update: একলাফে অনেকটাই বাড়ল তাপমাত্রা! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

অয়ন ঘোষাল: বুধবার থেকে বৃষ্টি শুরু। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। 

বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। দার্জিলিং ও সংলগ্ন এলাকায় কুয়াশায় সতর্কবার্তা। আজ সোম কাল  মঙ্গলবার পরিষ্কার আকাশ। এরপর আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা ও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে জেলায় জেলায়।

সিস্টেম
নাগাল্যান্ডে রয়েছে ঘুর্নাবর্ত। একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসবে আজ ১৭ ই ফেব্রুয়ারি সোমবার। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। 

দক্ষিণবঙ্গে
সোমবার ও মঙ্গলবার পরিষ্কার আকাশ। তাপমাত্রা আরও বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পর আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।

বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টি হবে শুক্রবার।

আরও পড়ুন:Earthquake: সাতসকালে জোড়া ভূমিকম্প দেশে! ভয়ংকর কম্পনে ঘুম ভাঙল জনসাধারণের, আতঙ্কে...

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। ২০০ মিটার বা তার নিচে নামতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। 

আজ থেকে তাপমাত্রা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু-তিন দিনে।

 কলকাতা
অনেকটা তাপমাত্রা বাড়ল। মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।

কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৯.৮ থেকে প্রায় ৪ ডিগ্রি বেড়ে ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ থেকে বেড়ে ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৯৫ শতাংশ। 

ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.