Chhaava | Viral Video: 'মেরেই ফেলব ঔরঙ্গজেবকে!' 'ছাওয়া'র ক্লাইম্যাক্সে সটান স্টেজে উঠে পর্দা ফাটালেন 'দেশপ্রেমী'...

Chhaava | Gujarat Viral Video: সিনেমা হলে কাণ্ড! শো চলাকালীন মাতাল দর্শক ছিঁড়ে দিলেন সিনেমার বড়পর্দা। ছাওয়া (‘Chhaava’)-কে ঘিরে দর্শকদের উন্মাদনা আগেও চমকে দিয়েছে সবাইকে। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ছাওয়া (‘Chhaava’)-কে ঘিরে আবারও ভাইরাল হল এক অদ্ভুত ভিডিয়ো।

Updated By: Feb 19, 2025, 04:55 PM IST
Chhaava | Viral Video: 'মেরেই ফেলব ঔরঙ্গজেবকে!' 'ছাওয়া'র ক্লাইম্যাক্সে সটান স্টেজে উঠে পর্দা ফাটালেন 'দেশপ্রেমী'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাটের একটি সিনেমা হলে এমন একটি নাটকীয় দৃশ্য ঘটেছে যা সিনেমার থেকেও বেশি নাটকীয়। সিনেমা দেখতে এসে কেউ পর্দা ছিঁড়ে ফেলবে, এটা ভাবাই কঠিন! কিন্তু গুজরাটের ভরুচের আরকে সিনেমা হল (RK Cinemas)-এ যা ঘটেছে, তা অবাক করার মতোই। কয়েকদিন আগেই মুক্তি পায় ছাওয়া (‘Chhaava’) সিনেমার শো চলাকালীন এক মাতাল দর্শক মঞ্চে উঠে গিয়ে বড় পর্দা ছিঁড়ে ফেলেন, আর পুরো হল তখন হতবাক!
আরও পড়ুন: SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো
জানা যায়, রবিবার রাত ১১:৪৫-র শো চলাকালীন, অভিযুক্ত সেই ব্যক্তি যার নাম জয়েশ বাসাভা, সেই ব্যক্তি আচমকাই মঞ্চে উঠে ফায়ার এক্সটিঙ্গুইশার দিয়ে সিনেমার বড়পর্দা ছিঁড়ে ফেলেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার চরমে পরিণত হয়, তবে হলের কর্মীরা দ্রুত তাকে ধরে ফেলেন এবং পুলিসকে খবর দেন।

তবে এটাই প্রথম নয়! ছাওয়া (‘Chhaava’)-কে ঘিরে দর্শকদের উন্মাদনা আগেও চমকে দিয়েছে সবাইকে। এর আগে এক ভক্ত সিনেমার প্রধান চরিত্রের মত পোশাক পরে ঘোড়ায় চড়ে সিনেমা হলে ঢুকে পড়েন, যার ভিডিও আগেই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: স্তন্যদান করতে করতে মদ্যপান, বাথরুম থেকে ভাইরাল ছবিতে রাধিকার গায়ে কলঙ্ক...!
ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে এই সিনেমায় ভিকি কৌশল অভিনয় করেছেন ছত্রপতি সাম্ভাজী মহারাজের চরিত্রে। সিনেমায় গল্পটি শুরু হয় ১৬৮১ সালে তার রাজ্যাভিষেকের মাধ্যমে, যা তুলে ধরেছে এক সাহসী মারাঠা শাসকের সংগ্রাম ও বীরত্বকে।

 

তবে মুক্তির পর থেকেই ছবিটি নানান বিতর্কের মুখে পড়ে। সাম্ভাজী মহারাজের চরিত্রে লেজিম নাচের একটি দৃশ্য রাজনৈতিক নেতাদের আপত্তির কারণে বাদ দিতে হয়েছে। তবে বিতর্ক ছাপিয়েও ছবিটি বিশাল সাফল্য পেয়েছে—
প্রথম দিনেই ৩৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহ ইতিমধ্যেই ১৪৫ কোটি ছুঁয়েছে!
আরও পড়ুন: গুরুতর অসুস্থ শাকিরা! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে, হঠাত্‍ কী হল?
এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন ভিকি কৌশল। তার মতে,'এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন চরিত্র। এই চরিত্রে অভিনয় করে একজন ভালো অভিনেতা হয়ে ওঠার পাশাপাশি একজন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।'

একদিকে সিনেমার সাফল্য, অন্যদিকে অদ্ভুত দর্শক! এইসব কাণ্ড মিলিয়ে ছাওয়া (‘Chhaava’) সিনেমা একটা আবেগে পরিণত হয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.