Kalyani Blast: ভয়ংকর বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা; ঝলসে মৃত কমপক্ষে ৪, আহত বহু

Kalyani Blast: এর আগে পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি-মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে

Updated By: Feb 7, 2025, 04:01 PM IST
Kalyani Blast: ভয়ংকর বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা; ঝলসে মৃত কমপক্ষে ৪, আহত বহু

বিশ্বজিত্‍ মিত্র: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পর এবার নদিয়ার কল্যাণী। আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা। বিস্ফোরণের দাপটে উড়ে গেল একটি বাজি কারখানা-সহ বেশ কয়েকটি বাড়ি। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণের আগুনে পুড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-কয়েকশো মহিলা কয়েদিকে জেলের ভিতরই ধর্ষণ, জীবন্ত পুড়িয়ে হত্যা! স্তম্ভিত বিশ্ব...

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী ও দমকল। তবে তার আগেই স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ হাত লাগান। ঠিক কীভাবে ওই বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের এগরা,  দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি ও মহেশতলায়  বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।

শুক্রবার দুপুর দুটো নাগাদ রথতলার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে যায়। আপাতত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাকী আহতদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর ওই কারখানায় শব্দবাজি তৈরি করা হত। অসাবধানতাবসত কারখানায় আগুন লেগে যায়। কারখানার ছাদ উড়ে যায়। দমকলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনতে সমর্থ হয়। কতজন শ্রমিক ওই কারখানায় কাজ করত তা এখনও জানা যাচ্ছে না। ফলে আহতদের সংখ্যা ঠিক কত তা এখনও নিশ্চিত নয়।

গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের এগারার খাদিকুলে এক বাজি কারখানায় আগুন লগে যায়। মৃ্ত্যু হয় ১১ জনের।  ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। এগরার ঘটনায় পর মুখ্য়মন্ত্রী বাজি কারখানার উপর নজরদারির কথা বলেছিলেন। তারপর ২১ মে ২০২৪ সালে মহেশতলায় এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের একটি বাজি কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। বিস্ফোরণ ঘটে কোলাঘাটে। কোথাও বাজি তৈরি করতে গিয়ে, কোথাও দুর্ঘটনার জেরে বিস্ফোরণ ঘটে। তার পরেও বিস্ফোরণের ঘটনা ঘটেনি। কল্য়াণীর রথতলায় যে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেটি ছিল একটি ঘন বসতিপূর্ণ জায়গায় ছিল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.