Maha Kumbh | 6 killed: ভয়াবহ! মহাকুম্ভ থেকে ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু তীর্থযাত্রী-সহ ৬ জনের, আহত ১৬...

Maha Kumbh | Road Accident in MP | 6 killed: তীর্থযাত্রীদের দলটি একটি টেম্পো করে কুম্ভমেলায় গিয়েছিল। ফিরছিলেন টেম্পো করেই। গাড়িটির প্রথমে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ।

Updated By: Feb 8, 2025, 03:17 PM IST
Maha Kumbh | 6 killed: ভয়াবহ! মহাকুম্ভ থেকে ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু তীর্থযাত্রী-সহ ৬ জনের, আহত ১৬...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। চার তার্থযাত্রী-সহ ৬ জনের মৃত্যু হল। মধ্যপ্রদেশের বেলাগাভি থেকে গিয়েছিলেন তীর্থযাত্রীরা । এই ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের নিকটবর্তী মোহ-খালগাট। তীর্থযাত্রীদের দলটি একটি টেম্পো করে কুম্ভমেলায় গিয়েছিল। তাঁরা ফিরেওছিলেন টেম্পো করেই। গাড়িটির প্রথমে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে টেম্পোটি একটি ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। ৬ জনের মৃত্যু হয়। ১৬ জন আহত।

আরও পড়ুন: Maha Kumbh | 8 Devotees killed: হাড়হিম! প্রয়াগরাজে পৌঁছনোর আগেই মর্মান্তিক মৃত্যু মহাকুম্ভের তীর্থযাত্রীদের...

প্রসঙ্গত, কুম্ভমেলার তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যু বারবার ঘটছে। জয়পুরের কয়েকজন মহাকুম্ভের দিকে যাত্রা করেছিলেন। এক ভয়ংকর পথদুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। প্রসঙ্গত, শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেব্রুয়ারি। ওই দিন মাঘী পূর্ণিমা। দেখতে গেলে এখন স্নানের এই একটি তারিখই বাকি আছে। আর তার আগেই এই ছন্দপতন।

এবার মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। মেলা শেষ ২৬ ফেব্রুয়ারি। মকর সংক্রান্তির প্রথম শাহি স্নানের তারিখ ছিল ১৪ জানুয়ারি। শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেরব্রিয়ারি-- মাঘী পূর্ণিমা। এখন স্নানের এই একটি তারিখই বাকি। এই শেষ মুহূর্তে মনখারাপ করা পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর ন্যাশনাল হাইওয়েতে, জয়পুরের মোকামপুরায়।

কী করে ঘটল এমন পথদুর্ঘটনা? তীর্থযাত্রীরা যে-গাড়ি করে যাচ্ছিলেন, সেটির টায়ার বার্স্ট করে। গতিশীল গাড়িটি লাফিয়ে ওঠে এবং রাস্তার ডিভাইডারের উপর উঠে পড়ে। আর তখনই গাড়িটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে। ভয়ানক এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনই প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছিলেন বলে খবর।

আরও পড়ুন: 15-Storey Building Asteroid: অবিশ্বাস্য ভয়ংকর হাড়হিম গতি! প্রতি ঘণ্টায় ৭০ হাজার পথ পেরোচ্ছে সুবিশাল পাহাড়! পৃথিবীতে লাগলে...

এবার পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। এবার শাহি স্নানের তারিখ মোট ছ'টি। প্রথম শাহি স্নানের তারিখ ছিল ১৩ জানুয়ারি, তারপর ১৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি, ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী) এবং ১২ ফেরব্রিয়ারি (মাঘী পূর্ণিমা)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.