CPIM: জেলা প্যানেল থেকে নাম প্রত্যাহারে বিতর্কে 'শান্তি চুক্তি' সমাধান আলিমুদ্দিনের!

CPIM: নজিরবিহীন ঘটনার পিছনে 'ষড়যন্ত্র' তত্ত্ব! প্রশ্ন উঠেছিল দলের অন্দরেই।

Updated By: Feb 6, 2025, 11:06 PM IST
CPIM:  জেলা প্যানেল থেকে নাম প্রত্যাহারে বিতর্কে 'শান্তি চুক্তি' সমাধান আলিমুদ্দিনের!

মৌমিতা চক্রবর্তী: দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমে নাম প্রত্যাহারে বিতর্ক। আলিমুদ্দিনের মধ্যস্থতায় অবশেষে দুই গোষ্ঠীর মধ্যে 'শান্তি চুক্তি'। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, যে ১৬ জল জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার নিয়েছিলেন, তাঁদের নিয়েই চালাতে হবে সাংগঠনিক কাজ। এমনকী, যে  ৪ জনকে বাদ দেএয়া হয়েছিল, তাঁদের মধ্যে দু'জনকে জেলা কমিটিতে নিতে হবে। কোন দু'জন থাকবেন, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হল জেলা কমিটিকেই।

আরও পড়ুন:  Sealdah Division: শিয়ালদহ স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল, বদলে যাচ্ছে বেশ কিছু ট্রেনের রুটও! কোন কোন ট্রেন? কবে স্বাভাবিক হবে পরিষেবা?

প্রায় দু'মাস পার। এক নজিরবিহীন সম্মেলনের সাক্ষী থাকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম। জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার নেন  ১৮ জন। তাঁদের মধ্যে ১২ জনই আবার দলের সর্বক্ষণের কর্মী! সেই তালিকায় ছিলেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, সুব্রত দাশগুপ্ত রামশঙ্কর হালদার, রাহুল বোস, চন্দনা ঘোষ দস্তিদার এর মত উল্লেখ যোগ্য নাম। কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, একজন অল্প বয়সের 'হোল টাইমার' যুব নেতাকে জেলা কমিটি তে না নেওয়ার প্রতিবাদেই কার্যত বিদ্রোহ করেন প্রস্তাবিত  সদস্য প্যানেলের এক-তৃতীয়াংশ নেতাই।

এর আগে, রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনই উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলনে এই নাম প্রত্য়াহার বিতর্কের প্রসঙ্গ। সূত্রের খবর, জেলা সম্পাদক রতন বাগচী জানিয়েছিলেন,, ১৮ জনের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত পরিকল্পিত। একজোট হয়েই করা হয়েছে। এরপর দল যা সিদ্ধান্ত নেবেন মেনে নেবেন তিনি। নজিরবিহীন ঘটনার পিছনে 'ষড়যন্ত্র' তত্ত্ব! প্রশ্ন উঠেছিল দলের অন্দরেই।

আরও পড়ুন: NewTown Knife attack: ছুটি না পেয়ে ছুরির কোপ! দিনেদুপুরে নিউটাউনের রাস্তায় হাড়হিম ঘটনা...

https://english.cdn.zeenews.com/static/public/zee24-ghanta.jpg

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.