Tanishaa Mukerji: মহাকুম্ভে তানিশার 'লাল আগুন'! ভস্মীভূত নেটপাড়ায় উঠছে সমালোচনার ঝড়ও...
Tanishaa Mukerji: মহাকুম্ভ চলাকালীন সঙ্গমে দিলেন পবিত্র ডুব এবং তার ফটোশ্যুট করিয়ে চরম নিন্দার মুখে পড়লেন তানিশা মুখার্জি। নেটিজেনেরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তিনি এই পবিত্র অনুষ্ঠানটিকে একটি ছবির শুটিং মনে করেছেন তাই এমন লাল শাড়ি পড়ে স্নান করতে নেমেছেন ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ত্রিবেণী সঙ্গমে গিয়ে পবিত্র স্নান সারলেন অভিনেত্রী তানিশা মুখার্জি (Tanishaa Mukerji) ইনস্টাগ্রামে তাঁর ভ্রমণেরই কিছু ঝলক শেয়ার করেছেন তিনি। তবে, স্নানের সময়ের তাঁর আচরণ দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ তাঁর স্নানের দৃশ্যকে ছবির শুটিংয়ের সঙ্গে তুলনা করে বলেছেন, তানিশাকে লাল শাড়ি পড়ে ছবির শুটিংয়ে গিয়েছেন বলে মনে হচ্ছে।
কাজলের (Kajol Devgan) ছোট বোন তানিশা মুখার্জির মহাকুম্ভে স্নান করার একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি তীব্র সমালোচনার শিকার হচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করার সময় অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর বেড়ানোর কিছু ঝলক শেয়ার করেছেন। তবে, এই অনুষ্ঠান চলাকালীন তাঁর করা কিছু আচরণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশের ভালো লাগেনি বলে দাবি করেছেন, তারা বলেছেন, এটিকে তিনি ছবির শুটিংয়ের মতো না করলেই ভালো করতেন।
ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা গেছে তানিশাকে লাল শাড়ি পরে জলের মধ্যে স্নান করতে। একটি ক্লিপে, কেউ তাঁকে আবার স্নান করতে বলছেন, যার উত্তরে তিনি বলেছেন, 'না, এটা খুব অগভীর।'
Mahakhumbh 2025: महाकुंभ स्नान के दौरान काजोल की बहन तनिषा मुखर्जी द्वारा लाल साड़ी में फोटोशूट कराए जाने पर लोगों ने तीव्र प्रतिक्रिया दी. सोशल मीडिया पर आलोचनाओं का सामना करते हुए लोग इसे धार्मिक अवसर का अपमान मानते हुए उनके कार्य पर सवाल उठा रहे हैं.#mahakumbh #prayagraj… pic.twitter.com/DBEJC2d649
— Lallu Ram (@lalluram_news) February 6, 2025
তবে, কিছুক্ষণ পরে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার আগে, তাকে বলতে শোনা যায়, 'ঠিক আছে, আরও একবার...' বলেই তিনি আবার ডুব দিয়েছেন জলে। 'তুমি কি বুঝতে পারছো?' তিনি তাঁর ভিডিও রেকর্ড করা ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন।
এই ভিডিয়োর পড়েই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে যান তিনি। তারা দাবি করেন তিনি সত্যিকার অর্থে পবিত্র স্নান করার পরিবর্তে রিলের জন্য পারফর্ম করছিলেন। তাঁর রিলের একটি কমেন্টে দেখতে পাওয়া যায় কেউ লিখেছেন, 'সির্ফ রিল কে লিয়ে...'।
নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করে অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে মহাকুম্ভ একটি অত্যন্ত আধ্যাত্মিক এবং পবিত্র অনুষ্ঠান, কোনও 'ছবির সেট' নয়। অনেক ব্যবহারকারী তাঁর এই আচরণকে নাটকীয় রূপ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন এবং তারা বলেছেন মহাকুম্ভের পবিত্রতাকে ক্ষুণ্ন করেছেন তিনি।
'মিডিয়াতে থাকার জন্য কুম্ভে স্নান করেছেন তিনি,' একজন ব্যবহারকারী তাঁর এই ভিডিয়োর নিচে মন্তব্য করেছেন।
'আপনি কি পুজো করতে গেছেন নাকি ভিডিয়ো করতে গেছেন?' এক নেটিজেন বলেছেন। তানিশা এখনও ট্রোলিংয়ের কোনও প্রতিক্রিয়া দেননি।
মহাকুম্ভ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র জলে স্নান করেন, মনে করেন এখানে স্নানের দ্বারা তাঁরা সকল পাপ থেকে মুক্তি পাবেন, সেখানে তাঁর এহেন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা। এছাড়াও যে সকল বলিউড সেলিব্রিটিরা মহাকুম্ভে এসে ডুব দিয়েছিলেন তাঁরা হলেন অনুপম খের, হেমা মালিনী, মিলিন্দ সোমান, মমতা কুলকার্নি, রেমো ডি'সুজা, পুনম পান্ডে, গুরু রন্ধাওয়া এবং সৌরভ রাজ জৈন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)