WB Weather Update: রাজ্যে ফের ফিরল শীত, হুহু করে নামল পারদ! বিদায় পর্ব কবে?
WB Weather Update: স্বাভাবিকের কাছাকাছি নেমে এল দিন ও রাতের তাপমাত্রা। পূর্বাভাস অনুয়ায়ী হুহু করে পারদ নামল রাজ্যে। ১৪ ফেব্রুয়ারি থেকে শীতের বিদায় পর্ব।
![WB Weather Update: রাজ্যে ফের ফিরল শীত, হুহু করে নামল পারদ! বিদায় পর্ব কবে? WB Weather Update: রাজ্যে ফের ফিরল শীত, হুহু করে নামল পারদ! বিদায় পর্ব কবে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/07/519793-weather-in-winter.jpg)
অয়ন ঘোষাল: পূর্বাভাস অনুয়ায়ী হুহু করে পারদ নেমে রাজ্যের জেলায় জেলায় ফিরল শীতের আমেজ। ফের এক রাতে ৫ ডিগ্রি পারদ পতন কলকাতায়। আজ রাতে আরও পারদ পতনের পূর্বাভাস। রবি, সোম বহাল থাকবে শীতের আমেজ। ১১ ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি থেকে শীতের বিদায় পর্ব।
কুয়াশা
কুয়াশার দাপট সার্বিকভাবে কমবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা। হালকা কুয়াশা দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলাতে। আগামী মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সিস্টেম
কাল শনিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। পূর্ব বাংলাদেশ এবং আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: ধার করা এড়িয়ে চলুন মিথুন, পরিস্থিতি বুঝে এগোবেন তুলা...
দক্ষিণবঙ্গ
স্বাভাবিকের কাছাকাছি নেমে এল দিন ও রাতের তাপমাত্রা। আজ রাতে আরও পারদ পতন। রবি এবং সোমবার পারদে উল্লেখ্যযোগ্য উত্থান পতন নেই। মঙ্গলবার থেকে স্থায়ী পারদ উত্থান। আগামী শুক্রবার ১৪ ফেব্রুয়ারি থেকে শীতের বিদায় পর্ব। রাজ্যে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
আজ থেকে তাপমাত্রা কমবে। দু-তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরবঙ্গেও আপাতত ৭২ ঘণ্টা খুব ঘন কুয়াশার সম্ভবনা নেই। সকালে ৩ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিস্কার আকাশ। যা উত্তুরে হাওয়ার পক্ষে অনুকূল এবং পারদ পতনের সূচক।
কলকাতা
পরশু রাতের তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। যা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি বেশি। রাতারাতি কলকাতায় ৫ ডিগ্রি পারদ পতন। রাতের তাপমাত্রা নেমে এল প্রায় স্বাভাবিকের কাছাকাছি। আজ রাতে পারদ আরো কিছুটা নামার ইঙ্গিত। সোমবার পর্যন্ত শীতের আমেজ। মঙ্গলবার থেকে পারদ উত্থান। আগামী শুক্রবারের মধ্যে শীতের বিদায়।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.৬ থেকে নেমে ১৭.৩ ডিগ্রী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ থেকে বেড়ে ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯২ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে ওড়িশা, হিমাচল প্রদেশ। শৈত্য প্রবাহের সতর্কবার্তা হিমাচল প্রদেশ ও রাজস্থানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)