Nandita Roy | Shiboprasad Mukherjee: মে মাসেই লুকিয়ে হিটের রহস্য! ২২ বছর পর বাংলার দর্শকদের বিশেষ উপহার নন্দিতা-শিবপ্রসাদের...
Nandita Roy | Shiboprasad Mukherjee: মে মাস আর শিবপ্রসাদ-নন্দিতার ব্লকবাস্টার যেন সমার্থক। দর্শকরা প্রতিবছরই মে মাসে উইন্ডোজের ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। নিরাশ করেন না পরিচালকদ্বয়। এই মে মাসেও তাঁদের তরফে রয়েছে বিশেষ চমক।
![Nandita Roy | Shiboprasad Mukherjee: মে মাসেই লুকিয়ে হিটের রহস্য! ২২ বছর পর বাংলার দর্শকদের বিশেষ উপহার নন্দিতা-শিবপ্রসাদের... Nandita Roy | Shiboprasad Mukherjee: মে মাসেই লুকিয়ে হিটের রহস্য! ২২ বছর পর বাংলার দর্শকদের বিশেষ উপহার নন্দিতা-শিবপ্রসাদের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519680-windows.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সিনেমার জগতে, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় জনপ্রিয় তাঁদের ব্যতিক্রমী গল্প বলার স্টাইল এবং সিনেমাটিক দক্ষতার কারণে। বছরের পর বছর ধরে, উইন্ডোজ প্রোডাকশনের এই জুটি নানা ধরনের আখ্যান পর্দায় তুলে ধরে দর্শকদের মন জয় করে আসছে। উল্লেখ্য বিষয় তাঁদের ব্লকবাস্টার বেশিরভাগ ছবিই মুক্তি পেয়েছে মে মাসে। বেলাশেষে, প্রাক্তন, পোস্তো, হামি, কন্ঠ, বেলাশুরু, ফাটাফাটির মতো অজস্র হিট ছবির ট্র্যাক রেকর্ড তাঁরা গড়েছেন মে মাসেই। একঅর্থে মে মাসটি তাঁদের দিয়েছে একাধিক সোনালী সময়। নতুন বছরের মে মাসেও তাঁরা আনছেন তাঁদের আগামী ছবি 'আমার বস'।
প্রায়শই বলা হয় যে মে এই দুই পরিচালকের জীবনে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং প্রতি বছর তারা আরও শক্তিশালী গল্প বলার মাধ্যমে নিজেদের মান আরও বাড়িয়ে তুলছেন। তাঁদের ছবিগুলি কেবল সমালোচকদের প্রশংসাই অর্জন করেনি বরং বক্স অফিসে সাফল্যও অর্জন করেছে, যা বাংলা সিনেমায় স্থায়ী প্রভাব ফেলেছে। পারিবারিক ছবিই তাঁদের মূল ভিত্তি। এছাড়াও উঠে এসেছে নানা ধরনের গল্প। পুজোয় মুক্তি প্রাপ্ত 'বহুরূপী' এখনও রমরমিয়ে চলছে বক্স অফিসে। থ্রিলারে নতুন ধারা চালু করেছেন তাঁরা।
দর্শকরা প্রতিবছরই মে মাসে উইন্ডোজের ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এবারও রয়েছে সেই অপেক্ষা। এই মে মাসে, পরিচালক জুটি আনছেন তাঁদের আগামী ছবি 'আমার বস'। ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সেই ছবি। এই ছবিতে ২২ বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি রাখি গুলজার। গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর সঙ্গে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
আরও পড়ুন- R G Kar Case: আদালতে দোষীর সাজা ঘোষণার পর এবার বাংলা ধারাবাহিকে আরজি কর-কাণ্ড...
মে মাস আর শিবপ্রসাদ-নন্দিতার ব্লকবাস্টার প্রসঙ্গে নবীনার মালিক নবীন চৌখানি বলেন, “প্রতি মে মাসে, আমরা উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী বক্স অফিসে নিশ্চিত সাফল্য অর্জন করেছেন, তাঁদের ছবি দেখতে ধারাবাহিকভাবে দর্শকরা ভিড় করে প্রেক্ষাগৃহে। গভীর ও আবেগপ্রবণ গল্প তৈরি করার তাঁদের দক্ষতা, যা দর্শক পছন্দ করে এবং 'আমার বস'ও এর ব্যতিক্রম হবে না। এটি বাংলা সিনেমার একটি সত্যিকারের উদযাপন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)