Virat Kohli Centuries: কোহলি বোঝালেন জঙ্গলের 'রাজা' একটাই! তিন বছরেরও বেশি সময় পর এল টেস্ট সেঞ্চুরি

Virat Kohli slams 75th test century: প্রতীক্ষার অবসান। আহমেদাবাদে অধরা টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন বিরাট কোহলি। 

Updated By: Mar 12, 2023, 01:59 PM IST
Virat Kohli Centuries: কোহলি বোঝালেন জঙ্গলের 'রাজা' একটাই! তিন বছরেরও বেশি সময় পর এল টেস্ট সেঞ্চুরি
শতরানের পর কোহলির সেলিব্রেশন। ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়ার সৌজন্যে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৯ সালের পর ২০২২। ১০২০ দিন পর তিন অঙ্কের রানের (সব ফরম্যাট মিলিয়ে) দেখা পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারিখটি ছিল ৯ সেপ্টেম্বর ২০২২। এশিয়া কাপে (Asia Cup 2022) নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ঝলসে উঠেছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে দেশের জার্সিতে করেছিলেন প্রথম শতরান। কিন্তু বিরাট যে লাল বলের ক্রিকেটেও রাজা। তবে ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। প্রায় তিন বছরেরও বেশি সময়ে ধরে সেঞ্চুরি না পাওয়ার জন্য কোহলিকে রীতিমতো সমালোচিত হতে হয়েছিল। তবে সেসব এই মুহূর্ত থেকে অতীত হয়ে গেল। চলতি বর্ডার-গাভাসকর টেস্টের (BGT 2023) চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। রবিবার কেরিয়ারের ৭৫ তম আন্তর্জাতিক শতরানের সঙ্গেই চলে এল টেস্টে কোহলির ২৮ নম্বর সেঞ্চুরি। ১২০৫ দিনের প্রতীক্ষার অবসান ঘটল কোহলির। ২৪১ বলে কোহলির ১০০ রানের এই ইনিংস। বলাই বাহুল্য আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) শুরু এক অন্য সেলিব্রেশন। 

Shubman Gill: শতরানকারী শুভমনকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

তৃতীয় দিনের শেষে কোহলি ৫৯ রানে অপরাজিত ছিলেন। গতকালই কোহলির ব্যাট ইঙ্গিত দিয়েছিল যে, এবার দীর্ঘদিনের গুমোট কাটিয়ে মন ছুঁয়ে নেওয়ার কালবৈশাখী আসতে চলেছে কোহলির ব্যাট থেকে। আর এদিন কোহলি ঠান্ডা মাথায় একেবারে বল ধরে ধরে খেলেই তাঁর অনন্য মাইলস্টোন স্পর্শ করে ফেলেন। কোহলি কোথাও এদিন অজি বোলারদের বুঝিয়ে দিয়েছিলেন যে, আজ যেন তাঁকে তাঁরা সেঞ্চুরি করার আগে না থামানোর কথা ভাবেন। কারণ এদিন তিনি সেঞ্চুরি করেই ছাড়বেন। কোহলি সেঞ্চুরির পথে মাত্র পাঁচটি চার মেরেছেন। এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয় যে, একজন ক্রিকেটার কতটা ক্যালকুলেটিভ হতে পারেন। মাথার সঙ্গে ব্যাটের সংযোগ ঠিক এই জায়গাতেই নিয়ে গিয়েছিলেন। ঘরের মাঠে কোহলি এদিন তাঁর ১৪ তম শতরানের স্বাদ পেতেন। মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র শেহওয়াগ ও দিলীপ বেঙ্গসরকারদের ছুঁলেন তিনি। ঘরের মাঠে সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারী ভারতীয়দের তালিকায় নাম লেখালেন বিরাট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.