Pep Guardiola-Cristina Serra: ৩০ বছরের সম্পর্ক শেষ করলেন গুয়ার্দিওলা! কোচিং ব্যর্থতাই কি ডাকল বিপর্যয়?

Pep Guardiola-Cristina Serra: স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে সম্পর্ক শেষ করলেন পেপ গুয়ার্দিওলা! যে খবরে চমকে গিয়েছে অনেকেই...   

Updated By: Jan 14, 2025, 03:30 PM IST
Pep Guardiola-Cristina Serra: ৩০ বছরের সম্পর্ক শেষ করলেন গুয়ার্দিওলা! কোচিং ব্যর্থতাই কি ডাকল বিপর্যয়?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola), আধুনিক যুগের শ্রেষ্ঠ ফুটবল ম্যানেজার হিসেবে বিবেচিত তিনি। তবে সম্প্রতি খুবই খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন। ৫৩ বছরের বার্সোলোনার (Barcelona) প্রাক্তন মিডফিল্ডার কোচ হিসেবে বার্সা, বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও ম্যানঞ্চেস্টার সিটিকে (Manchester City) ভূরি ভূরি ট্রফি দিয়েছেন। 

আরও পড়ুন: আর থাকা যাবে না স্ত্রী-বান্ধবীর সঙ্গে! কড়া ফতোয়া জারি ভারতীয় ক্রিকেট বোর্ডের...

বিগত বছরের শেষ থেকেই তাল কেটেছে পেপের। তাঁর কোচিংয়ে যে ম্যান সিটি টানা চারবার প্রিমিয়র লিগ (EPL) জিতেছে, সেই নীল জার্সিধারীরাই এখন লিগ তালিকায় চারে! পেপের কোচিং ব্যর্থতা নিয়ে যখন সর্বত্র পোস্টমর্টেম চলছে, ঠিক তখনই চলে এল বুক ভাঙার খবর! ৩০ বছর একসঙ্গে থাকার পর স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে সম্পর্ক শেষ করলেন পেপ।  

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট প্রথম এই দম্পতির বিচ্ছেদের খবর প্রকাশ করেছিল। গত ডিসেম্বরেই পেপ-ক্রিস্টিনার ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু তাঁরা এই সিদ্ধান্ত শুধু ঘনিষ্ঠমহলেই জানিয়েছিলেন। পেপ-ক্রিস্টিনা এমনকী ক্রিস্টমাসও একসঙ্গে কাটিয়েছেন তাঁদের তিন সন্তান- মারিয়া (২৪), মারিয়াস (২২) এবং ভ্যালেন্টিনার (১৭) সঙ্গে। 

পেপ-ক্রিস্টিনা ২০১৪ সালে বিয়ে করেছিলেন তবে ১৯৯৪ সালে তাঁদের প্রেমের শুরু। ১১ বছরের বিবাহিত জীবন ও ৩০ বছরের সম্পর্কে আজ ছেদ পড়ল। তবে ক্রিস্টিনা তাঁদের ছোট মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে ৫ বছর আগেই স্পেনে চলে এসেছিলেন। তখন থেকেই তাঁরা পেপ-ক্রিস্টিনা আলাদা থাকছিলেন। অবশেষে সম্পর্কে ইতি টানলেন পেপ-ক্রিস্টিনা! এখন অনেকেই প্রশ্ন তুলেছেন কোচিং ব্যর্থতাই কি ডাকল বিপর্যয়? 

আরও পড়ুন:  ইডেনে ইংরেজ দ্বৈরথ, জানুন টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, এক ক্লিকে সব উত্তর

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.