Yuvraj Singh: 'যুবরাজের চেয়ে অনেক ভালো ব্যাটার ছিলাম আমি', বক্তার ODI গড় মাত্র ০.৫০!

Yograj Singh On Yuvraj Singh: যোগরাজ সিং যা বললেন, তা শুনে বাইশ গজের মাথা ঘুরছে...

Updated By: Jan 13, 2025, 09:16 PM IST
Yuvraj Singh: 'যুবরাজের চেয়ে অনেক ভালো ব্যাটার ছিলাম আমি', বক্তার ODI গড় মাত্র ০.৫০!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের এক বিতর্কিত চরিত্রের নাম যোগরাজ সিং (Yograj Singh)। ক্রিকেটার-অভিনেতার মুখে যা আসে, তিনি তাই বলেন, দলে সুযোগ না দেওয়ায় প্রতিহিংসার বশে যিনি কপিল দেবের (Kapil Dev) বাড়ির সামনে পিস্তল হাতে চলে যেতে পারেন, আবার ছেলে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) কেরিয়ার শেষ করার অভিযোগে তিনি আবার এমএস ধোনিকেও (MS Dhoni) আসামীর কাঠগড়ায় তুলতে পারেন। এহেন যোগরাজ এবার চমকে দেওয়া কথা বললেন। UNFILTERED by Samdish পডকাস্টে জানিয়েছেন যে, তিনি তাঁর ছেলের চেয়েও ভালো ছিলেন!

আরও পড়ুন: প্রায় ২ ঘণ্টার টানা বৈঠক! লেখা হল রোহিত-কোহলির ভবিষ্যৎ, চরম পদক্ষেপ নিল বিসিসিআই...

যোগরাজ বলেছেন, 'আমাদের দেশকে বিশ্বকাপ জিতিয়ে, যুবরাজ যদি ক্যানসারে মারা যেত, তাহলে আমি বাবা হিসেবে গর্বিত হতাম। যদিও আমি ছেলের জন্য় গর্বিত। ওর যখন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি তখনও ওকে ফোনে বলেছিলাম, চিন্তা করো না, তুমি দেশকে বিশ্বকাপ জেতাবে। তবে আমি এটা বলব যে, যুবরাজের চেয়ে অনেক ভালো ব্যাটার ছিলাম আমি। ও যদি ওর বাবার ১০ শতাংশও কাজ করত, তাহলে ও দারুণ ক্রিকেটার হত'! এই সব আলটপকা বলেই যোগরাজ নেটপাড়ায় চূড়ান্ত ট্রোলড হয়েছেন। লোকজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাঁর কেরিয়ার। জোড়া বিশ্বকাপজয়ীর বাবা আটের দশকে, কেরিয়ারে মাত্র ১টি টেস্ট ও ৬টি ওডিআই খেলেছেন। লাল বলের ক্রিকেটে তাঁর গড় ৫.০০, সাদা বলে তা ০.৫০। টেস্টে এক উইকেটের সঙ্গেই যোগরাজের রয়েছে ওডিআইতে চার উইকেট।

দেখতে গেলে যুবরাজের সঙ্গে যোগরাজের কোনও তুলনাই চলে না !২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু যুবরাজের। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে তাঁর ৬৯ রানের ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্বল হয়ে রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছয় মেরে ইংল্যান্ডের রাতের ঘুম কেড়েছিলেন। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে যুবরাজের অবদান ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ক্যানসার জয়ী অলরাউন্ডার।

আরও পড়ুন: 'আমার শুধু এক...'! ইন্ডিগোর সঙ্গে 'জঘন্যতম' অভিজ্ঞতায় ফুঁসছেন ভারতীয় দলের তারকা...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.