আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম ও কংগ্রেস বিধায়করা
বিধানসভায় তুলকালামের ঘটনা নিয়ে কোনওভাবেই সুর নরম করতে রাজি নন বিরোধীরা। তা যতই বিরোধী দলনেতা আবদুল মান্নানকে দেখতে আসুন তৃণমূলের বিধায়করা। প্রতিবাদের রাস্তা থেকে সরে আসার কোনও ভাবনা নেই বিরোধীদের। আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম ও কংগ্রেস বিধায়করা। গতকালও তাঁরা বিধানসভার বাইরে ও ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন।
![আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম ও কংগ্রেস বিধায়করা আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম ও কংগ্রেস বিধায়করা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/14/78592-michil14-2-17.jpg)
ওয়েব ডেস্ক: বিধানসভায় তুলকালামের ঘটনা নিয়ে কোনওভাবেই সুর নরম করতে রাজি নন বিরোধীরা। তা যতই বিরোধী দলনেতা আবদুল মান্নানকে দেখতে আসুন তৃণমূলের বিধায়করা। প্রতিবাদের রাস্তা থেকে সরে আসার কোনও ভাবনা নেই বিরোধীদের। আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করবেন বাম ও কংগ্রেস বিধায়করা। গতকালও তাঁরা বিধানসভার বাইরে ও ভিতরে বিক্ষোভ দেখিয়েছেন।
আরও পড়ুন ফের চিকিত্সায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ
আবদুল মান্নানকে নিয়ে ধস্তাধস্তি ও কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে হেনস্থার অভিযোগ তুলে সোচ্চার হন বিরোধীদলের বিধায়করা। আগামিকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। প্রয়োজনে আইন অমান্যেরও হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আরও পড়ুন স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা যেকোনও সময়ে সন্ত্রাসের নিশানা হতে পারে কলকাতা