Shah Rukh Khan | Aryan Khan: টেকের পর টেক! শাহরুখের অভিনয়ে অসন্তুষ্ট 'পরিচালক' আরিয়ান, বিরক্তি চরমে পৌঁছতেই...
The Bads of Bollywood | Netflix: ‘দ্য ব্যাডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ তৈরি করেছেন আরিয়ান। সোমবার সেই সাংবাদিক সম্মেলনে এসে ছেলের জন্য দর্শকদের কাছে বিশেষ আর্জি জানালেন কিং খান। এই সিরিজের নির্মান প্রসঙ্গে বলতে গিয়ে নিজেকে ‘ব্লাডি স্টার’বলে মন্তব্য করেন শাহরুখ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অনেকদিন ধরেই বলিউডে জোর খবর, পরিচালক হিসাবে ডেবিউ করছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aaryan Khan)। সোমবার অফিশিয়ালি ঘোষণা করা হল তাঁর প্রথম সিরিজের। ‘দ্য ব্যাডস অব বলিউড’ (The Bads of Bollywood) নামে ওয়েব সিরিজ তৈরি করেছেন আরিয়ান। নেটফ্লিক্স (Netflix) আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে পুত্রের ডেবিউ প্রজেক্ট নিয়ে কথা বলেন শাহরুখ। আরিয়ান পরিচালিত এই সিরিজে অভিনয়ও করেছেন কিং খান।
আরিয়ানের এই ডেবিউ সিরিজের প্রযোজক গৌরী খান। আরিয়ানের ওয়েব সিরিজটি প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অভিনয়ের পাশাপাশি সিরিজটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শাহরুখ। সিরিজে অভিনয় করেছেন কন্যা সুহানা খানও। তাই এদিন পুরো পরিবারকে নিয়েই হাজির হয়েছিলেন শাহরুখ খান। এই সিরিজের নির্মান প্রসঙ্গে বলতে গিয়ে নিজেকে ‘ব্লাডি স্টার’বলে মন্তব্য করেন শাহরুখ।
দর্শকদের কাছে সন্তানদের জন্য প্রার্থনা চেয়ে তিনি বলেন, “আমার প্রার্থনা, বিগত সময়ে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ৫০ শতাংশও যদি তারা (ছেলে-মেয়ে) পায়। সেটাও অনেক পাওয়া হবে।” শাহরুখ আরও বলেন, “সবকিছু উনারাই সামলে নেন, আমি শুধু নামে প্রযোজক। আমি আসলে একজন ব্লাডি স্টার, আসল কাজটা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আর প্রোডাকশন টিমের।”
শাহরুখ বললেন, ‘আরিয়ান ও সুহানা যখন বড় হচ্ছিল, তখন আমার বন্ধুরা বাড়িতে আসত। করণ (জোহর), আদি (আদিত্য চোপড়া), হৃতিকের (রোশন) মতো অভিনেতারা আসতেন। যখন তারা এই সমস্ত লোককে বাড়িতে দেখত, আমাকে জিজ্ঞাসা করত, বিশ্বের সবাই কি টিভিতে অভিনয় করে? কারণ এঁদেরকে ওরা টিভিতেই দেখত। এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে। আমি সেই অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই শোতে অভিনয়ের জন্য হ্যাঁ বলেছেন। আমি তাঁদের কিছুই বলিনি, কিন্তু তাঁরা আরিয়ানের প্রতি ভালোবাসা থেকে এসেছিল। আমি এখন তাঁদের নাম বলতে পারছি না, কারণ আরিয়ান আমাকে শো সম্পর্কে কিছু বলতে নিষেধ করেছে। ওরা এখন ঠিক করেছে, শুধু আমাকেই দেখাবে। আমাকে দিয়ে টাইটেল ভিডিয়ো শ্যুট করিয়েছে গৌরী ও আরিয়ান। আমি আমার সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই; তারা দারুণ কাজ করেছে। এপিসোডগুলো দেখার সুযোগ হয়েছিলআমার, সকলেই ভীষণ মজার।’
আরও পড়ুন- Tamanna Bhatia: 'বাড়ি ফিরে শরীরের প্রতিটা অংশ ছুঁয়ে দেখি রোজ...', নিজেকে ভালবাসার বার্তা তমন্নার!
এদিন প্রকাশ্যে আসে সিরিজের প্রথম ঝলকও। সেখানেই দেখা যায়, একটি সিনের শ্যুটিং করতে গিয়ে বারবার শাহরুখের কাছে রিটেকের দাবি করছেন আরিয়ান। এমনইভাবে একটি সিনের জন্য অসংখ্য টেক নিতে থাকেন আরিয়ান। অনেক টেকের পর শাহরুখ যখন নিজের বেস্ট টেক দিলেন, সেই সময় আরিয়ান জানান যে ক্যামেরা রোলই করা হয়নি। সেটেই ছেলেকে মারতে ছোটেন শাহরুখ। মজাদার এই প্রোমো থেকেই বাড়ছে উত্তেজনা।
সূত্রের খবর, ৬ পর্বের এই ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমান খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলকে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেন তাঁরা। চলতি বছরের শেষে নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)