Sabina Yasmin: ১ বছর পর মঞ্চে উঠে ফের অসুস্থ সাবিনা ইয়াসমীন, ICU-এ ভর্তি ক্যানসারজয়ী সংগীতশিল্পী...

Sabina Yasmin Health Update:  ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর অনেকদিনই মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত সঙ্গীতশিল্পী চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। দীর্ঘ এক বছর পর মঞ্চে উঠে ফের অসুস্থ সঙ্গীতশিল্পী।

Updated By: Feb 1, 2025, 06:32 PM IST
Sabina Yasmin: ১ বছর পর মঞ্চে উঠে ফের অসুস্থ সাবিনা ইয়াসমীন, ICU-এ ভর্তি ক্যানসারজয়ী সংগীতশিল্পী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসারে ভুগছিলেন সাবিনা ইয়াসমীন (Sabina Yasmin)। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার হয়। এরপরে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসে সেই খবর। শুক্রবার বাংলাদেশে একটি অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার কথা ছিল কিন্তু মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। 

আরও পড়ুন- Sai Pallavi Health Update: শয্যাশায়ী সাই পল্লবী, হঠাত্‍ কী হল নায়িকার?

অনুষ্ঠান ছিল ঢাকার বনানীতে। দ্রুত সেখান থেকে সাবিনা ইয়াসমীনকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। এদিন রাত সাড়ে ১০টায় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন, সাবিনা ইয়াসমীন সুস্থ আছেন। তাঁকে বাসায় নিয়ে যাওয়া হবে। তবে শনিবার সকালে সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

দীর্ঘ এক বছর পর গতকাল সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেনও। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। কী কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি? জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন।’

আরও পড়ুন- Udit Narayan: মঞ্চে মহিলার ঠোঁটে ঠোঁট রেখে চুমু! সমালোচনার মুখে উদিত বললেন, 'এসব হতেই থাকে'...

জানা যায়, শনিবার সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন। 

প্রসঙ্গত,  ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। তারপর আচমকাই তাঁকে আর দেখা যাচ্ছিল না। সেই সময় জানা যায় যে তিনি ওরাল ক্যানসারে আক্রান্ত। গত জানুয়ারিতে সাবিনা ইয়াসমীন জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, 'শেষ চার মাস অনেক কঠিন সময় ছিল। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় আমি এই অবস্থা কাটিয়ে উঠেছি। ভালো মানের চিকিৎসা পেয়েছি। ওই সময় আমার পাশে ছিল বন্ধু, ছোট বোন যাই বলি না কেন সে হচ্ছে সংগীতশিল্পী মিলিয়া সাবেদ। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাড়িতে ছিলাম। আমার জন্য ও যা করে যাচ্ছে তার ঋণ শোধ করতে পারব না।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.