Bangladesh: অবরোধ-বিক্ষোভে বিপর্যস্ত জনজীবন, বদলের বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন!

Bangladesh: বাংলাদেশে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে আন্দোলনে পড়ুয়ারা। 

Updated By: Feb 3, 2025, 11:39 PM IST
Bangladesh: অবরোধ-বিক্ষোভে বিপর্যস্ত জনজীবন, বদলের বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিকেলে রেল ও রাস্তা অবরোধ। এর রাতেই আন্দোলন স্থগিত! বাংলাদেশে সাতদিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করলেন সরকারি তিতুমীর কলেজ পড়ুয়ারা।  আন্দোলনকারীরা জানিয়েছেন,  'অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অনুরোধ করেছেন। কারণ, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিলে অন্য কলেজগুলোও আন্দোলনে নেমে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে। তাই আমরা নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য অপেক্ষা করব'।

আরও পড়ুন:  Bangladesh: অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের ধরতে শুরু হচ্ছে অভিযান, কতজন ভারতীয় রয়েছেন বাংলাদেশে?

ঘটনাটি ঠিক কী? বাংলাদেশে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে আন্দোলনে পড়ুয়ারা। আজ, সোমবার বিকেলে মহাখালী রেলপথ অবরোধ করেন তাঁরা। লাল পতাকা দেখিয়ে ঢাকা আসা একটি ট্রেনকে থামিয়ে দেন বিক্ষোভকারীরা। সঙ্গে পূর্ব ঘোষণামতো পথ অবরোধও। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকার শহরের  গুলশান লিংক রোডে। 

পড়য়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, 'যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না'। এরপর রাতে হাখালী রেল ক্রসিং এলাকায় পড়য়াদের সঙ্গে কথা বলেন  শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহম্মদ নুরুজ্জামান। তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য নির্বাচিত সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। সেই পরামর্শ মেনে নেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:  Greece Earth quake: প্রায় ২০০ বার কেঁপে উঠল মাটি, খোলা আকাশের নীচে মানুষজন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত?...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.