Rashtrapati Bhavan | Marriage: দেশের ইতিহাসে প্রথম, রাষ্ট্রপতি ভবনেই বিয়ে করছেন পুনম!

পাত্রও যুক্ত দেশের নিরাপত্তার সঙ্গেই। জম্মু-কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত পাত্র।

Updated By: Feb 4, 2025, 06:00 PM IST
Rashtrapati Bhavan | Marriage: দেশের ইতিহাসে প্রথম, রাষ্ট্রপতি ভবনেই বিয়ে করছেন পুনম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ভবনেই বিয়ে করছেন পুনম! কী ঘাবড়ে গেলেন তো? আসলে এই পুনম পান্ডে নন, গুপ্তা। সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা। মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা বর্তমানে রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসাবে কর্মরত।

আগামী ১২ ফেব্রুয়ারি তাঁর বাগদত্ত অবনীশ কুমারকে বিয়ে করছেন তিনি। আর এই বিয়ের আসর বসছে রাষ্ট্রপতি ভবনেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি বাসভবনে। কর্তব্যের প্রতি তাঁর একনিষ্ঠ নিষ্ঠা ও দুর্দান্ত কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মান পেতে চলেছেন তিনি। পাত্রও যুক্ত দেশের নিরাপত্তার সঙ্গেই।

জম্মু-কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন অবনীশ কুমার। আগামী ১২ ফেব্রুয়ারি চার হাত এক হবে পুনম-অবিনাশের।  ভারতের ইতিহাসে প্রথমবার বিয়ের আসর বসছে রাষ্ট্রপতি ভবনে। দুজনেই আবার সরকারি আধিকারিকও বটে। এই অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেজা কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিয়েতে উপস্থিত থাকবে পাত্র ও পাত্রীর পরিবারের লোকেরা ও বন্ধুরা। কোনও রাজকীয়তা নয়, নীরবেই বিয়ে সারবে যুগল। রাষ্ট্রপতি ভবনে বিয়ে বলে কথা! স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পাত্র-পাত্রী দুপক্ষের পরিজন, বন্ধুবান্ধব।

আরও পড়ুন, Mahakumbh 2025: মহাকুম্ভে ফের দুর্ঘটনা, এবার হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.