সিউড়ি সংশোধনাগারে তুলাকালাম, বন্দির মৃত্যু
সিউড়ি সংশোধনাগারে বন্দি-মৃত্যু। তুলকালাম কাণ্ড। বন্দিদের মধ্যে ব্যাপক মারামারি। সংঘর্ষ চলাকালীন মাথায় ভারী জিনিসের আঘাতে মৃত্যু হল এক বন্দির। মৃতের নাম প্রশান্ত বড়াল।
ওয়েব ডেস্ক : সিউড়ি সংশোধনাগারে বন্দি-মৃত্যু। তুলকালাম কাণ্ড। বন্দিদের মধ্যে ব্যাপক মারামারি। সংঘর্ষ চলাকালীন মাথায় ভারী জিনিসের আঘাতে মৃত্যু হল এক বন্দির। মৃতের নাম প্রশান্ত বড়াল।
সংশোধনাগার সূত্রে খবর, গতরাতে হঠাত্ করেই একদল বন্দির মধ্যে মারপিট বেঁধে যায়। কী নিয়ে ঝামেলা তা অবশ্য স্পষ্ট নয়। আজ সকালে প্রশান্ত বড়াল নামে ওই বন্দিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ঘটনায় মুখে কুলুপ এটেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।
এর আগেও বেশ কয়েক বার বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সিউড়ি সংশোধনাগারে। উচ্চপর্যায়ের তদন্ত পর্যন্ত হয়। কিন্তু ফের সেই এক ছবি। প্রশ্নের মুখে সংশোধনাগার কর্তৃপক্ষের ভূমিকা।
আরও পড়ুন, সাপ আতঙ্কে পুলিস লাইনে থরহরি কম্প!