Pushpa 2 IT Raids: কোটি কোটি টাকা আয় করে দেয়নি আয়কর, পুষ্পা ২ এর নির্মাতার বাড়িতে IT হানা
Pushpa 2 IT Raids: পুষ্পা ২ ছবির প্রযোজকদের বিভিন্ন বাড়ি, অফিসে আয়কর হানা । কিন্তু কেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুষ্পা ছবির প্রযোজকের বাড়িতে আয়কর হানা। গত মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫-এ সাত সকালে তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এফডিসি) দক্ষিণের বিখ্যাত প্রযোজক এবং চেয়ারম্যান দিল রাজুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা৷ এছাড়াও ব্লকব্লাস্টার হিট সিনেমা 'পুষ্পা ২' ছবির প্রযোজক নবীন ইয়েরনেনির বাড়িতেও একযোগে তল্লাশি অভিযানে আয়কর আধিকারিকরা৷ নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর অর্থাৎ যাঁরা মাইথেরি মুভি মেকার্স নামক ব্যানারের নামে কাজ করেন তাঁদের অফিস, বাড়িতে তদন্ত চালানো হয়েছে। এই প্রযোজনা সংস্থা পুষ্পা ২ সহ একাধিক বিগ বাজেট ছবিতে বিনিয়োগ করে থাকে।
আরও পড়ুন: সেই ভয়ংকর রাতে রক্তেভেজা সইফকে নিয়ে ছুটেছিল অটো! মোটা অংকের পুরস্কার পেলেন চালক...
এক জনপ্রিয় তেলুগু ওয়েবসাইটের তরফে জানানো হয় মঙ্গলবার, ২১ জানুয়ারি এই তল্লাশি শুরু হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮ জায়গায় তল্লাশি চালায় যেখানে গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস সব আছে। এমনকি তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ।
আরও পড়ুন: 'আমার সঙ্গ কামনায় অনেক নামীদামি নেতা-মন্ত্রীর জিভে জল ঝরে!'
'পুষ্পা 2' ছবির বাজেট ছিল প্রায় ৫০০ কোটি অন্যদিকে 'গেমচেঞ্জার' ছবিও ৪৫০ কোটি টাকা ৷ এরমধ্যে মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত 'পুষ্পা ২' গ্লোবালি দেড়হাজার কোটি টাকার বেশি আয় করেছে৷ সেই খবর প্রযোজনা সংস্থার তরফ থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়৷ আর সেই তথ্যও বিবেচনা করা হয়েছে আয়কর দফতরে৷ সূত্রের খবর, অডিট শেষ হওয়ার পর, আইটি টিম বিভিন্ন নথি নিজেদের অধীনে নিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করেছে, কোন কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা৷
জানা যায় দিল রাজু যে শুধু ছবিতে বিনিয়োগ করেন সেটা নয়, তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত। ফলে গোটা বিষয়টাই খতিয়ে, তদন্ত করে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)