Work From Home Ends: এবার দেশ জুড়ে বন্ধ হয়ে গেল 'ওয়ার্ক ফ্রম হোম'ও! মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল আরও কত নিয়মকানুন...

Donald Trump | Work From Home Ends: দেখা যাক, শপথগ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্প কী করেন! যা বলেছেন, যা বলছেন, তার কতটা করা তাঁর পক্ষে সম্ভব হয়, সেটাও দেখার। অনেক বিতর্কের পরে দ্বিতীয় বার মসনদে তিনি। সব প্রতিশ্রুতি কি রাখতে পারবেন? অপেক্ষাই দস্তুর!

Updated By: Jan 21, 2025, 06:05 PM IST
Work From Home Ends: এবার দেশ জুড়ে বন্ধ হয়ে গেল 'ওয়ার্ক ফ্রম হোম'ও! মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল আরও কত নিয়মকানুন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসেই একটা যেন সাড়া ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য, এসেই-বা বলি কেন, আসার আগেই তিনি নানা মন্তব্য করে মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন। ভোটের ফল অবিশ্বাস্য মনে হলেও মেনে নেওয়া ছাড়া উপায়ই-বা কী? হেরে গিয়েও মার্কিন মুলুকের মসনদে বসে ইতিহাস তৈরি করেছেন ট্রাম্প। 

আরও পড়ুন: Death of Five Lakh People: হাড়হিম! অল্প সময়ের মধ্যে ৫ লক্ষ মানুষের মৃত্যু! অজানা রহস্যে আতঙ্কের আবহ...

আর এসেই নানা কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সরকারি কর্মীরা আর বাড়িতে থেকে অফিসের কাজ করতে পারবেন না এর অর্থ, তাঁরা এবার ওয়ার্ক ফ্রম হোম সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই সুবিধা বাতিল করে নতুন এক নির্দেশে সই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু আদেশে সই করেন। এর মধ্যে অনেক কিছুই আছে, যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে। তারই মধ্যে রয়েছে এই 'ওয়ার্ক ফ্রম হোমে'র সুবিধা বাতিলের আদেশও। ডোনাল্ড ট্রাম্পের এই আদেশের ফলে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন পূর্ণ সময় নিজেদের দফতরে উপস্থিতি থাকতেই হবে!

ট্রাম্পের এই আদেশের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, সরকারের নির্বাহী শাখার সমস্ত বিভাগ ও সংস্থার প্রধানেরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে কাজের ব্যবস্থা বন্ধ করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করুন এবং তাঁরা এবার থেকে নিজ নিজ কর্মস্থলে পূর্ণ সময়ের জন্য সশরীর কাজে ফেরার ব্যবস্থা করুন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে অসংখ্য মানুষের ট্রাম্প-বিরোধী র‍্যালি নজর টেনেছে সারা বিশ্বের। তবে শপথগ্রহণের আগের লগ্ন পর্যন্ত ট্রাম্প ছিলেন ট্রাম্পেই। স্বভাবোচিত ভঙ্গিতেই বলেছিলেন নানা কথা। শপথগ্রহণের আগে ট্রাম্পের যে কথাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল সেটা হল, তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করা। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধের অঙ্গীকার করেন ট্রাম্প। এক ভাষণে তিনি বলেন, আমি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করব, মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা ঠেকাব, তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেব।

আরও পড়ুন: Taiwan Earthquake: শীতের গভীর রাতে নড়ে উঠল পায়ের তলার মাটি! তীব্র ভূকম্পে কাঁপল দেশ? ফের কি জাগল আগুনের বলয়...

মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে চলার আগে রবিবার এক সমাবেশে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ সংক্রান্ত কথাটি বলেন। সেখানে শুধু বিশ্বযুদ্ধ বন্ধ করা বিষয়ক কথাই বলেননি তিনি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন। 'মেক আমেরিকা গ্রেট এগেইন' ক্য়াম্পেইনের অংশ হিসেবে ট্রাম্প তখনই জানিয়েছিলে, তাঁর নতুন প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যা দেশকে সুরক্ষিত করার পাশাপাশি জাতীয় ঐক্য ও শান্তিও বজায় রাখবে। ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফেরার পরেই মার্কিন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করবেন তিনি। মঙ্গলবার সূর্যাস্তের সময় থেকেই সমস্ত অবৈধ অনুপ্রবেশ বন্ধ হবে বলে জোর দেন তিনি। এছাড়াও, তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এবং 'মেক্সিকোতে থাকুন' নীতি পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান। দেখা যাচ্ছে, শপথগ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প যা যা বলেছেন, শপথগ্রহণের পরে তিনি ঠিক সেই পথেই হাঁটছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.