সাপ আতঙ্কে পুলিস লাইনে থরহরি কম্প!

হাতে ইনসাস রাইফেল। তাতে কী?  ভয়ের চোটে থরহরি কম্প উর্দিধারীদের। রীতিমতো হৃদকম্প লেগে যাওয়ার জোগাড় হুগলি জেলা পুলিস লাইনের কর্মীদের।  কিন্তু কাকে নিয়ে এত দাপাদাপি?

Updated By: Jan 11, 2017, 03:57 PM IST
সাপ আতঙ্কে পুলিস লাইনে থরহরি কম্প!

ওয়েব ডেস্ক : হাতে ইনসাস রাইফেল। তাতে কী?  ভয়ের চোটে থরহরি কম্প উর্দিধারীদের। রীতিমতো হৃদকম্প লেগে যাওয়ার জোগাড় হুগলি জেলা পুলিস লাইনের কর্মীদের।  কিন্তু কাকে নিয়ে এত দাপাদাপি?

নেহাতই একটা  সাপ।  বাসা বেঁধে ছিল এসপি অফিসে ঢোকার সিড়ির তলায়। হঠাত্ করেই নজরে পড়ে এক পুলিসকর্মীর। তার পরেই আতঙ্ক ছড়ায় পুরো পুলিস লাইন জুড়ে। খবর যায় সাপ বিশেষজ্ঞের কাছে। তিনি এসে দেখেন সিড়ির তলায় বাসা বেধেছে এক চন্দ্রবোড়া। সাপটিকে ধরেও ফেলেন সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। অনুমান বিষধর এই সাপ বংশ বিস্তার করেছে পুলিস লাইন জুড়ে। ফলে আতঙ্ক কাটছে না পুলিসের।

আরও পড়ুন, রোজভ্যালি তদন্তে নয়া মোড়! CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য!

.