Fire Incident: ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন! বন্ধ যান চলাচল, এলাকায় আতঙ্ক...

Barrackpore: ইতিমধ্যে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

Updated By: Jan 21, 2025, 06:21 PM IST
Fire Incident: ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন! বন্ধ যান চলাচল, এলাকায় আতঙ্ক...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যারাকপুরে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে শপিংমল। অতীন্দ্র সিনেমা হলের পাশের একটি ক্যাফেতে ওই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় শপিং মলের একটি দোকান। সঙ্গে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২ টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন, Hooghly Fraud: মালিকের মৃত্যু ৪০ বছর আগে, তাঁর আধার জাল করে কোটি টাকার জমি বিক্রি করতে যেতেই...

বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। একেবারে রাস্তার ওপরে শপিং মল থাকায় অগ্নি সংযোগের জেরে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচলও কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। ব্যারাকপুর স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার পুলিসও। সমগ্র এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। 

ঘটনাস্থলে যান বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান। কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক রাজ চক্রবর্তী। ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণ আসে। এর আগে কসবার অ্যাক্রোপলিস মলেও ভয়াবহ আগুন লাগে। ব্যারাকপুরের ঘটনা আরও একবার সে কথাই মনে করিয়ে দিয়েছে। 

আরও পড়ুন, Mamata Banerjee: অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার চায়ের দোকানে: মমতা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.