স্বাধীনতা দিবসে বামেদের ডাকে রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচি

স্বাধীনতা দিবসে বামেদের ডাকে রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচি। হাতে হাতে ধরে দেশের অখণ্ডতা,ধর্মনিরপেক্ষতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন বামপন্থীরা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের বামপন্থী কর্মী সমর্থকেরা।  এন্টালিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব।

Updated By: Aug 15, 2016, 12:44 PM IST
স্বাধীনতা দিবসে বামেদের ডাকে রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে বামেদের ডাকে রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচি। হাতে হাতে ধরে দেশের অখণ্ডতা,ধর্মনিরপেক্ষতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন বামপন্থীরা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের বামপন্থী কর্মী সমর্থকেরা।  এন্টালিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব।

আরও পড়ুন- কুলতলিও হাতছাড়া, আলিমুদ্দিনকে রিপোর্টে কী লিখল জেলা কমিটি

প্রসঙ্গত, বামেদের চোখে 'সাম্রদায়িক' বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের একাধিক পদক্ষেপই সমালোচনাযোগ্য। তবে, সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে বাম-কং জোট নিয়ে বারংবার 'ছোট শরিকদের' ক্ষোভের মুখে পড়তে হয়েছে সিপিআইএম-কে। বিরোধীদের মূলত অভিযোগ একটাই যে, বামফ্রন্টের শরিকদের 'অন্ধকারে রেখে' সিপিএম জোট করেছে কংগ্রেসের সঙ্গে। এই নিয়ে বেশ কয়েকবার ফরোয়ার্ডব্লক, আএসপির মতো দলগুলি বড় শরিকের উপর ক্ষোভও উগরে দিয়েছে। তাই, রাজনৈতিক মহলের মতে, আজকের এই পদক্ষেপ একদিকে যেমন বামেদের তরফে জনসংযোগের একটি উপায় তেমনই তার পাশাপাশি শরিকদের মধ্যেকার সমীকরণ গুছিয়ে নেওয়ারও কৌশল।

আরও পড়ুন- রাজ্য জুড়ে ৩২২টা স্কুল চালাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ

.