আজ বাঁকুড়ায় ১৬৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Updated By: Aug 1, 2014, 01:56 PM IST
![আজ বাঁকুড়ায় ১৬৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় ১৬৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/01/27427-cmbankura.jpg)
আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভা। কর্মতীর্থ প্রকল্প, কালপাথরে পলিটেকনিক কলেজসহ আজ মোট ১৬৬ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস করবেন আরও ১১০টি প্রকল্পের।
এছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে পরিষেবা প্রদানও কববেন তিনি। বেলিয়াতোড়ে বেলা একটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হওয়ার কথা। পুরুলিয়ায় সভা সেরে গতকালই বাঁকুড়া পৌছন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকও সারেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ মুনমুন সেন। জেলায় কন্যাশ্রীসহ বিভিন্ন প্রকল্পের কাজ কি ভাবে চলছে তা নিয়ে খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়।