কম বৃষ্টিপাতের কারণেই উত্তরভঙ্গে মহামারীর আকার নিচ্ছে এনসেফ্যালাইটিস, চিন্তায় বিশেষজ্ঞরা
Updated By: Jul 31, 2014, 11:28 PM IST
উত্তরবঙ্গে কম বৃষ্টি হওয়ার কারমেই মহামারীর আকার নিচ্ছে এনসেফ্যালাইটিস। হাঁসফাঁসে গরমে বাড়ছে মশার দাপট। সেটাই চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। বৃষ্টির পরিমাণ না বাড়লে এনসেফ্যালাইটিসের দাপট আরও বাড়বে বলেই আশঙ্কা।
প্রতি বছর জুলাই মাসে উত্তরবঙ্গে ১২০০ থেকে প্রায় ১৫০০ মিলিমিটার বৃষ্টি হয়। কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেশ কম। গত দুই দশকের রেকর্ড ভেঙে এবছর জুলাই মাসে বৃষ্টি হয়েছে মাত্র ৫০০ থেকে ৬০০ মিলিমিটার । আর এটাই ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। বৃষ্টি কম হওয়াতেই মশার উপদ্রব বেড়েছে। খুব শিগগির বৃষ্টি না হলে আরও ভয়াবহ চেহারা নিতে পারে এনসেফ্যালাইটিস।
এনসেফ্যালাইটিসের হাত থেকে বাঁচতে মাথাব্যথা, বমি, জ্বর হলেই ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।