Attack on Woman: অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় হামলা! প্রকাশ্যে তরুণী আইনজীবীকে অস্ত্রের কোপ...
Kolkata: ফের কলকাতায় প্রকাশ্য তরুণীর উপর হামলা। ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটে, চারুমার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে।
![Attack on Woman: অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় হামলা! প্রকাশ্যে তরুণী আইনজীবীকে অস্ত্রের কোপ... Attack on Woman: অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় হামলা! প্রকাশ্যে তরুণী আইনজীবীকে অস্ত্রের কোপ...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/07/519795-attack-on-woman.jpg)
তথাগত চক্রবর্তী: খাস কলকাতায় তরুণী আইনজীবীর উপর হামলা। হাতে ধারালো অস্ত্রের কোপ। পালটা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু চারু মার্কেট থানার পুলিসের।
অবৈধ পার্কিং এর প্রতিবাদ করায় এক তরুণী আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। পাল্টা অবৈধ নির্মাণের অভিযোগ করায় অভিযুক্তদের মারধর করার অভিযোগ তরুণী আইনজীবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চারুমার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে।
আরও পড়ুন:WB Weather Update: রাজ্যে ফের ফিরল শীত, হুহু করে নামল পারদ! বিদায় পর্ব কবে?
তরুণী আইনজীবীর অভিযোগ, এদিন বিকালে বাড়ির কাছে থাকা নিজের চেম্বার খোলার সময় পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে বচসা বাঁধে। তারপর কয়েকজন উপস্থিত হয়ে তাঁকে মারধর,গালিগালাজ, এমনকি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপও মারা হয়। অবৈধ পার্কিং এর প্রতিবাদ করায় তাঁর উপর আক্রমণ বলে তিনি অভিযোগ করেন। অপরাধীদের শাস্তির দাবি জানান তরুণী।
অপর দিকে অভিযোগ, অস্বীকার করে স্থানীয় গাড়ি ড্রাইভাররা অভিযোগ করেন, জোর করে পুলিসকে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করছে ওই তরুণীর বাবা। তাঁর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে তাদের উপর চড়াও ও মারধর করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে চারু মার্কেট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিস পিকেটিং বসানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)