ভারতকে চাপে রেখেই মসনদে ফের মাহিন্দা, প্রধানমন্ত্রী হিসাবে শপথ রাজাপক্ষের
তবে মাহিন্দার মসনদে আসায় ভারতের চিন্তার ভাঁজ আরও পোক্ত হলো বলে মনে করছে কূটনৈতিক মহল।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পয়েছে তাঁর দল। ঐতিহাসিক বুদ্ধ মন্দিরে প্রধান মন্ত্রীর শপথ নিলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা শ্রী লঙ্কা পিপলস পার্টির নেতা ৭৪ বছর বয়সী মাহিন্দা রাজাপক্ষে। উত্তর কলম্বোর কেলানিয়ার রাজামহ বিহারিয়াতে তাঁর ছোট ভাই তথা বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন এই পোড় খাওয়া নেতা।
আরও পড়ুন: চিনের নজর এবার 'পৃথিবীর ছাদ'-এর দিকে, ওখানেও জমি আছে বলে দাবি বেজিংয়ের
রাজনীতিতে ৫০ বছর পার করেছেন আগেই। ১৯৭০ সালে মাত্র ২৪ বছর বয়সে সাংসদ হিসেবে পা রেখেছিলেন লোকসভায়। তারপর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ২ বার। প্রধানমন্ত্রী তিন তিনবার। ৫ অগস্টের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন দখল করে শ্রীলঙ্কায় নিজেদের মসনদ আরও শক্ত করেছে পিপলস পার্টি। নেপথ্যে সেই রাজাপক্ষে পরিবার।
মাহিন্দা রাজাপক্ষেকে সমর্থন জুগিয়ে প্রায় ৫ লক্ষ ভোট পড়েছে তাঁর নামে। যা সে দেশের নির্বাচনে ইতিহাস। ২২৫ আসনের ১৪৫ আসন একাই জিতেছে SLPP। শরিক দলের সঙ্গে সংখ্যাটা ১৫০। বাসিল, গোতাবায়া ও মাহিন্দা, তিন রাজাপক্ষ ভাই শ্রীলঙ্কার রাজনীতির হর্তা-কর্তা-বিধাতা প্রায় দুই দশক ধরে।
তবে মাহিন্দার মসনদে আসায় ভারতের চিন্তার ভাঁজ আরও পোক্ত হলো বলে মনে করছে কূটনৈতিক মহল। মাহিন্দার চিন-প্রীতি সর্বজনবিদিত। শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে ভারত ও জাপানের বিনিয়োগের পাশাপাশি, দ্বীপরাষ্ট্রে বন্দরগুলিতে ভারতের যে একচেটিয়া আধিপত্য কতটা রাজাপক্ষে সরকারের জমানায় গুরুত্ব পাবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। চিনের ওবর প্রকল্পের রুট শ্রীলঙ্কার উপর দিয়ে যাওয়ায়, পাখির চোখ করে রেখেছে বেজিংও। এর আগে একাধিকবার বেজিংকে অগ্রাধিকার দিতে নানা মন্তব্য় করতে দেখা গিয়েছে রাজাপক্ষেকে। তাছাড়া অতীত অভিজ্ঞতাও ভারতের সঙ্গে সমুধুর নয়। অতএব বলাই যায়, মাহিন্দার মসনদে বসায় চিন্তার ভাঁজ আরও জোরালো হলো নয়া দিল্লিরও।