Japan Mudslide: ভয়াবহ কাদাস্রোতে ভেসে গেল সারি সারি বাড়িঘর, নিখোঁজ কমপক্ষে ১৯
চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানে ভারী বৃষ্টিপাত চলছে
![Japan Mudslide: ভয়াবহ কাদাস্রোতে ভেসে গেল সারি সারি বাড়িঘর, নিখোঁজ কমপক্ষে ১৯ Japan Mudslide: ভয়াবহ কাদাস্রোতে ভেসে গেল সারি সারি বাড়িঘর, নিখোঁজ কমপক্ষে ১৯](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/03/330288-cvbcvbcvnb.png)
নিজস্ব প্রতিবেদন: লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ কাদাস্রোত (Mudslide)। ভেসে গেল সারি সারি বাড়িঘর। শনিবার সকালে জাপানের (Japan) রাজধানী টোকিওর আটামি এলাকার ঘটনা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। অর্ধনিমজ্জিত আগ্নেয়শিলা দ্বারা গঠিত ভূমির ঢালে অবস্থিত আটামি শহর। এলাকায় একাধিক উষ্ণ প্রস্রবণের জন্য পরিচিত।
সূত্রের খবর, শনিবার সকালে হঠাৎই কাদামিশ্রিত কালো ঘোলা জলের সঙ্গে আবর্জনা ধেয়ে আসে শহরের দিকে। অসহায় অবস্থায় এদিক ওদিক ছুটতে আরম্ভ করেন স্থানীয়রা। বর্তমানে উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলার বাহিনীর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত ১৯ জনের কোনো খোঁজ মেলেনি।
— 大ちゃん@肺腺癌サバイバー (@d_t_dcg_sdh) July 3, 2021
আরও পড়ুন: Paralympic Movement-এর হোতা Ludwig Guttmann-কে শ্রদ্ধা গুগলের
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানে ভারী বৃষ্টিপাত চলছে। দেশের মধ্য এলাকার নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। একাধিক জায়গায় ধস নেমেছে। উপকূল এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে।
আরও পড়ুন: মুম্বই ও পাঠানকোট হামলার দোষীদের শাস্তি দিক পাকিস্তান, ফের হুঁশিয়ারি ভারতের