Bangladesh: 'ইচ্ছামতো দাম চাইছেন বিক্রেতারা', বাংলাদেশে মাছের বাজারে আগুন!

কথায় বলে, 'মাছে ভাত বাঙালি'। কিন্তু বাংলাদেশে সেই মাছ কিনতে গিয়ে এখন পকেটে টান আম জনতার। কেন? মাংস, ডিম ও সবজির দাম ওঠানামা করলেও কমছে না মাছের দাম! রীতিমতো বিপাকে ক্রেতারা।

Updated By: Feb 7, 2025, 04:10 PM IST
Bangladesh: 'ইচ্ছামতো দাম চাইছেন বিক্রেতারা', বাংলাদেশে মাছের বাজারে আগুন!

সেলিম রেজা, ঢাকা: কথায় বলে, 'মাছে ভাত বাঙালি'। কিন্তু বাংলাদেশে সেই মাছ কিনতে গিয়ে এখন পকেটে টান আম জনতার। কেন? মাংস, ডিম ও সবজির দাম ওঠানামা করলেও কমছে না মাছের দাম! রীতিমতো বিপাকে ক্রেতারা।

আরও পড়ুন:  Bangladesh: বদলের বাংলাদেশে এবার গ্রেফতার প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী!

দাম তুলনামূলকভাবে কম। ঢাকার বিভিন্ন বাজারে   পাঙাস,  চাষের কই, তেলাপিয়া মাছের চাহিদাই বেশি থাকে। কিন্ত সেইসব মাছও বিকোচ্ছে চড়া দামে।

ঢাকায় মাছের দর
---
মাছ             কেজি প্রতি দাম
 চিংড়ি                ৮০০ টাকা 
শোল মাছ-          ৬৫০ টাকা
 রুই                      ৩৫০ টাকা 
কাতলা                  ৩২০ থেকে ৩৫০ টাকা
পাবদা                     ৪০০ টাকা     
শিঙ্গি                       ৫০০ টাকা
টেংড়া                      ৪০০ থেকে ৫০০ টাকা
বোয়াল                      ৫০০ থেকে ৬০০ টাকা
মলা                          ৪০০ টাকা
পাঙাস                       ২০০ থেকে ২২০ টাকা  
চাষের কই                  ৩০০ টাকা
বড় পুঁটি                       ২৫০ টাকা   
 টাকি                            ৩৫০ টাকা 
তেলাপিয়া                       ২২০ থেকে ২৫০

ঢাকার নবোদয় কাঁচা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ঢাকার উত্তরা মোটর্সের সার্ভিস সেন্টারের ম্যানেজার আল আমরান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, 'ঢাকার বাজারে সবজির দাম তুলনামূলক কম। মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করে। কিন্তু সব ধরনের মাছ দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা আর ভালো মাছ কিনে খেতে পারে না। অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাজার নজরদারি কোনও উদ্যোগ দেখি না। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম চেয়ে বসে থাকছে'।

আরও পড়ুন:  Congo rebel conflict: কয়েকশো মহিলা কয়েদিকে জেলের ভিতরই ধর্ষণ, জীবন্ত পুড়িয়ে হত্যা! স্তম্ভিত বিশ্ব...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.