রক্তাক্ত গাজায় ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত মৃত ৮০৮ জন প্যালেস্তাইনি

গাজায় ইজরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। ক্ষতবিক্ষত গাজায় এখনও পর্যন্ত ৮০৮ জন প্যালেস্তাইনির মৃত্যুর খবর পাওয়া গেছে। ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ অধিগৃহীত ওয়েস্টব্যাঙ্ক ও জেরুজালেমে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

Updated By: Jul 25, 2014, 02:29 PM IST
রক্তাক্ত গাজায় ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত মৃত ৮০৮ জন প্যালেস্তাইনি

গাজা: গাজায় ইজরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। ক্ষতবিক্ষত গাজায় এখনও পর্যন্ত ৮০৮ জন প্যালেস্তাইনির মৃত্যুর খবর পাওয়া গেছে। ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ অধিগৃহীত ওয়েস্টব্যাঙ্ক ও জেরুজালেমে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

ইজরায়েলের শেলে গাজায় রাষ্ট্রসঙ্ঘের একটি স্কুলে আশ্রয় নেওয়া ১৫জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।  

আসছে সপ্তাহে ঈদের কথা মাথায় রেখে ইজরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা।

ইজরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার না করলেও যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনি স্বরাষ্ট্র সচিব জন কেরি শুক্রবার এই নিয়ে মিশরে সঙ্গে আলোচনা করেছেন।

অধিগৃহীত ওয়েস্টব্যাঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত প্যালেস্তাইনি প্রেসিডেন্ট মহম্মদ আব্বাসের রাজত্বেও ইজরায়ল বিরোধীতা এই মুহূর্তে চরমে। গতকাল রাতে অন্তত ১০,০০০ মানুষ গাজায় ইজরায়লি আগ্রাসনের বিরোধীতায় প্রতিবাদী মিছিলে সামিল হন।

 

 

.