শার্লো এলিজাবেথ ডায়না নামেই পরিচিত হবেন ব্রিটেনের নতুন রাজকুমারী

Updated By: May 5, 2015, 11:04 AM IST
শার্লো এলিজাবেথ ডায়না নামেই পরিচিত হবেন ব্রিটেনের নতুন রাজকুমারী

সব জল্পনার অবসান। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সদ্যোজাত কন্যা সন্তানের নাম প্রকাশ্যে এল। ব্রিটেনের রাজ পরিবারে নতুন অতিথির নাম রাখা হয়েছে রাজকুমারী শার্লো এলিজাবেথ ডায়ানা। ব্রিটেনের রানি এলিজাবেথ, প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও মা যুবরানী ডায়ানার নামে মেয়ের নাম রেখে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ।

খুশির খবরটা ছড়িয়ে পড়তেই লন্ডনের কেনিংস্টন প্যালেসের চারপাশে ভিড় জমাতে শুরু করেছিলেন আগ্রহী জনতা। শুধুমাত্র ব্রিটেনই নয়, গোটা বিশ্বের পর্যটকদের প্রথম পছন্দের গন্তব্য হয়ে উঠেছিল ডিউক ও ডাচেস অব কেমব্রিজের বাসস্থান।  রাজপরিবারের নতুন অতিথির নামকরণ কী হবে তা নিয়ে বুকিদের মধ্যে তত্‍পরতাও ছিল তুঙ্গে। অবশেষে এল সেই সন্ধিক্ষণ। সরকারিভাবে জানিয়ে দেওয়া হল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সদ্যোজাত কন্যা সন্তানকে বিশ্ববাসী চিনবে রাজকুমারী শার্লো এলিজাবেথ ডায়ানা নামে। কিন্তু এত নাম থাকতে হঠাত্ এই নামটাই পছন্দ হল? একটু খেয়াল করলেই দেখা যাবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও মা যুবরানী ডায়ানার নামেই হয়েছে নামকরণ।

সদ্যোজাতের এই নামকরণে খুশী বিশ্ববাসী। কেট-দ্য ফিউচার কুইন শীর্ষক বইয়ের লেখিকা কেটি নিকলের মতে যুবরানী ডায়ানাকে শ্রদ্ধা জানানোর এর চেয়ে আর কিছু ভাল আর কিছু হতে পারত না। কিছুদিনের মধ্যেই ডিউক ও ডাচেস অব কেমব্রিজ তাঁদের সদ্যোজাত মেয়েকে নিয়ে পাড়ি দেবেন দক্ষিণ ইংল্যান্ডে দেশের বাড়ির উদ্দেশ্যে। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মেয়েকে নিয়ে সময় কাটাবেন তাঁরা।

 

 

.