Sheikh Mujibur Rahman: বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো নিয়ে জোর বিতর্ক, বয়ান বদল করল বিএনপি
Sheikh Mujibur Rahman: রিজভি তার বক্তব্যে বলেছিলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা নিয়ে তাদের অবস্থায় স্পষ্ট করল বিএনপি। এনিয়ে বিবৃতি দলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল করীর রিজভি। ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি' বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন-শেখ হাসিনাকে গ্রেফতারে রেড কর্নার নোটিস, এবার বড়সড় পদক্ষেপ করল ইউনূস প্রশাসন
গতকাল বাংলাদেশের সংবাদমাধ্য়মে এখটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়ে বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবের ছবি। এনিয়ে বিভিন্ন মহলে তোলপাড়া শুরু হয়। সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথগ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
মুজিবের ছবি সরানো নিয়ে বলতে গিয়ে কবীর রিজভি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত 'বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে' মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবারকক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিসকক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না।
উল্লেখ্য, এর আগে রিজভি তার বক্তব্যে বলেছিলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)