ইন্দোনেশিয়ায় সামরিক বিমান ভেঙে পড়ে মৃত শতাধিক
বিমান দুর্ঘটনা এবার ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় সামরিক মালবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ১১৩ জনের, গুরুতর আহত ২৫ জন। সুমাত্রার সোয়েওন্দো সামরিক বিমানঘাঁটি থেকে ওড়ার পরেই মেদান শহরের জনবহুল এলাকায় ভেঙে পড়ে সি-ওয়ানথার্টি হারকিউলিস বিমানটি। বিমানটি সরাসরি ধাক্কা মারে একটি হোটেল এবং বেশ কয়েকটি বাড়িতে।
![ইন্দোনেশিয়ায় সামরিক বিমান ভেঙে পড়ে মৃত শতাধিক ইন্দোনেশিয়ায় সামরিক বিমান ভেঙে পড়ে মৃত শতাধিক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/30/39648-crash.jpg)
ওয়েব ডেস্ক: বিমান দুর্ঘটনা এবার ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় সামরিক মালবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ১১৩ জনের, গুরুতর আহত ২৫ জন। সুমাত্রার সোয়েওন্দো সামরিক বিমানঘাঁটি থেকে ওড়ার পরেই মেদান শহরের জনবহুল এলাকায় ভেঙে পড়ে সি-ওয়ানথার্টি হারকিউলিস বিমানটি। বিমানটি সরাসরি ধাক্কা মারে একটি হোটেল এবং বেশ কয়েকটি বাড়িতে।
দুর্ঘটনায় কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সামরিক কর্তৃপক্ষ। বিমানে ছিলেন ১২জন। বিমানটি যেখানে ভেঙে পড়েছে, সেখানকার কয়েকজন স্থানীয় বাসিন্দাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার সরকার।