Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের জের! টানা বৃষ্টিপাত বাংলায়, কবে কোন জেলায় বৃষ্টি ?

WB Weather Update: বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা এবং বাঁকুড়ায়। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে তুষারপাত ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। 

Updated By: Feb 18, 2025, 09:05 AM IST
Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের জের! টানা বৃষ্টিপাত বাংলায়, কবে কোন জেলায় বৃষ্টি ?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বুধবার থেকে টানা বৃষ্টিপাত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও আসামে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা এসেছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। 

আরও পড়ুন, Malda Shocker: ছেলের অপরাধ বাবার দ্বিতীয় বিয়ে আটকানো! শ্বাসরোধ করে সিলিং থেকে ঝুলিয়ে দিল...

দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে সম্পূর্ণ মেঘলা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। কবে কোন জেলায় বৃষ্টি ? 

★ বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে।

★ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

★ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। 

★ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

★ রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

উত্তরবঙ্গে তুষারপাত ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে বুধবার থেকে শনিবার পর্যন্ত। বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি সম্ভাবনা কালিম্পং এর পার্বত্য এলাকায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকা ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। কলকাতায় পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ল। শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্ট রইল না।

সকালে হালকা কুয়াশা আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। বুধবার থেকে মেঘলা আকাশের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২৩.২ থেকে বেড়ে ২৩.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯৪ শতাংশ। 

আরও পড়ুন, Nabagopal Bhavan Belur: আলমবাজার থেকে ডিঙি নৌকোয় চেপে সেদিন এখানে আসেন স্বামীজি! পুণ্য সেই লগ্নের ১২৫ বছরে...

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.