বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী ৩দিন গরমে নাজেহাল হতে হবে রাজ্যেবাসীকে
কলকাতায় তাপমাত্রা ঘুরবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। সঙ্গে আদ্রতা সূচকও থাকবে অনেক বেশি।
নিজস্ব প্রতিবেদন: বর্ষা নিয়ে নিশ্চয়তা নেই এখনও। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমান,নদিয়া,মুর্শিদাবাদ,পূর্বমেদিনীপুরে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। পাশাপাশি তাপ প্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,বীরভূমে।
আরও পড়ুন: পুলিস যখন তার কথা শোনে না, মমতার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মুকুল
পূর্ভাবাস অনুযায়ী বর্ষা দেরিতে আসবে। আরবসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সেটি সাইক্লোন হতে পারে তবে দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়বে কিনা তা এখনও নিশ্চিত নয়। আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। কলকাতায় তাপমাত্রা ঘুরবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। সঙ্গে আদ্রতা সূচকও থাকবে অনেক বেশি। অন্যদিকে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা কোনদিকে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে বঙ্গে বর্ষা দেরিতে ঢুকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখ্য, ইতিমধ্যেই মিজোরাম ও মনিপুরে ঢুকে গিয়েছে বর্ষা।