Producer Suicide Case: অবসাদ নাকি অন্যকিছু! রজনীকান্তের 'কাবালি'র প্রযোজকের সুইসাইড নোটে মিলল আসল কারণ...
Producer K P Choudhary Suicide: সুইসাইড নোটে মিলল নতুন তথ্য! সোমবার গোয়ার বাড়ি থেকে উদ্ধার রজনীকান্তের 'কাবালি' ছবির প্রযোজকের দেহ। এই ছবিতে তমন্না ভাটিয়ার আইটেম গান 'লুকা বালিয়া'ও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। এছাড়াও একাধিক সফল ছবি রয়েছে তাঁর। এত সাফল্যের পরে কেন আত্মহত্যা করলেন প্রযোজক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রমশই বিনোদন দুনিয়ায় বাড়ছে আত্মহত্যার ঘটনা। শুধু বলিউড নয়, দেশের বিভিন্ন আঞ্চলিক ইন্ডাস্ট্রিতেও শোনা যাচ্ছে, একের পর এক আত্মহত্যার ঘটনা। সোমবার ফের প্রকাশ্যে এল এমনই এক ঘটনা। আত্মহত্যা করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) ‘কাবালি’(Kabali) সিনেমার প্রযোজক কে.পি চৌধুরি (K P Choudhary Suicide)। তাঁর পুরো নাম কৃষ্ণ প্রসাদ চৌধুরি।
বক্স অফিসে ঝড় তুলেছিল রজনীকান্ত অভিনীত ছবি 'কাবালি'। এই ছবিতে তমন্না ভাটিয়ার আইটেম গান 'লুকা বালিয়া'ও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। সেই ছবিরই প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার হল উত্তর গোয়ার এক বাড়ি থেকে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন প্রযোজক কে.পি চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর।
জানা যাচ্ছে গোয়ার যে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ, সেটি আসলে তাঁর নিজের বাড়ি নয়। ওই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সেখানেই তিনি আত্মহত্যা করেছেন। তদন্তে নেমেছে পুলিস, ঠিক কী কারণে আত্মহত্যা করলেন তিনি? শোনা গেছে, কে.পি চৌধুরি বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিলেন, ভুগছিলেন মানসিক অবসাদেও।
কেপির ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করে গোয়ার পুলিস। পুলিসের দাবি, সেই নোটে তিনি নিজেই লেখেন যে অবসাদেই তিনি সুইসাইড করছেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেই জানান প্রযোজক। পাশাপাশি তিনি লেখেন, তাঁর মা থাকেন তামিলনাড়ুতে। তাঁর দেহ যেন মায়ের হাতে তুলে দেওয়া হয়।
২০২৩ সালে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি এবং পরে অবশ্য জামিনও পেয়ে যান। এর পর থেকেই নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কৃষ্ণ।নতুন জীবন শুরু করার আশায় গোয়ায় চলে যান ও সেখানে বসবাস শুরু করে। গত ৬-৭ মাস ধরে গোয়ায় থাকছিলেন কেপি। বেশ কয়েকটি সফল চলচ্চিত্র প্রযোজনা করেছেন কেপি। তিনি রজনীকান্তের ব্লকবাস্টার ‘কাবালি’-র অন্যতম প্রযোজক ছিলেন। তামিল সিনেমা ছাড়াও বেশ কিছু সুপারহিট তেলুগু ছবিও প্রযোজনা ও পরিবেশনা করেছেন কেপি। তাঁর মৃত্যুতে শোকাহত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)